কৈলাস বিজয়বর্গীয়কে স্বাগত জানানোই হল কাল! ২ নেতাকে সাসপেন্ড করল কংগ্রেস

বিজেপির বড় মাপের নেতাকে কার্যালয়ে অভ্যর্থনা জানানোই রীতিমতো কাল হল যেন। দুজন কংগ্রেস নেতাকে সাসপেন্ড করল দল। সম্প্রতি এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে কংগ্রেস কার্যালয়ে ক্যাবিনেট মন্ত্রী…

বিজেপির বড় মাপের নেতাকে কার্যালয়ে অভ্যর্থনা জানানোই রীতিমতো কাল হল যেন। দুজন কংগ্রেস নেতাকে সাসপেন্ড করল দল।

সম্প্রতি এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে কংগ্রেস কার্যালয়ে ক্যাবিনেট মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে স্বাগত জানানো হয়। কিন্তু এবার এই ঘটনায় শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা। কংগ্রেস হাইকমান্ড ক্যাবিনেট মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে কংগ্রেস অফিসে স্বাগত জানানোর বিষয়ে শহর সভাপতি এবং জেলা সভাপতিকে সাসপেন্ড করেছে।

   

কংগ্রেস এক সপ্তাহ আগে শহর সভাপতি সুরক্ষিত সিং চাড্ডা এবং জেলা সভাপতি সদাশিব যাদবকে নোটিশ জারি করে হাইকমান্ড এক সপ্তাহের মধ্যে উভয় নেতার কাছ থেকে ব্যাখ্যা চেয়েছিল। এরপর উপযুক্ত জবাব না মেলায় ‘শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে দুই কংগ্রেস পদাধিকারীকে সাসপেন্ড করা হল দলের তরফে।

এই ঘটনা প্রসঙ্গে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা মুকেশ নায়েক বলেছেন, “কৈলাস বিজয়ভাগীয় এমন একজন নেতা যিনি লোকসভা নির্বাচনে আমাদের সরকারী প্রার্থীকে নিজের গাড়িতে বসিয়ে তাঁর প্রার্থী প্রত্যাহার করতে নিয়ে গিয়েছিলেন। এই ষড়যন্ত্রের সময়টা এমন ছিল যে, আমরা আর কোনো বিকল্প নিয়ে আসতে পারিনি। যারা গণতন্ত্রকে হত্যা করে, তাদের কংগ্রেস অফিসে স্বাগত জানিয়ে কী লাভ?… এটা শৃঙ্খলাহীনতা। আমরা সৌজন্য দেখানোর বিপক্ষে নই, কিন্তু তারা যদি তা করতে চায় তবে তাকে তাদের নিজের বাড়িতে ডেকে চা অফার করুন। কংগ্রেস অফিস এটা করার উপযুক্ত জায়গা নয়। তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা কী জবাব দেবে তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাদের জবাবের অপেক্ষায় রয়েছে।”