বাবা-মায়ের অশান্তির বলি দুই খুদে!

মুম্বই: বাবা মায়ের অশান্তির বলি হল মহারাষ্ট্রের (Maharashtra) ওয়াসিম জেলার দুই যমজ খুদের। পুলিশ সূত্রে খবর, ওয়াসিম জেলার বাসিন্দা রাহুল ছাভান স্ত্রী এবং দুই যমজ কন্যাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ স্বামি-স্ত্রীয়ের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। মাঝপথ থেকেই বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রাহুলের স্ত্রী।

Advertisements

এরপর রাগের বসে বুল্ধানা জেলার আঞ্চারওয়াডির একটি ফাঁকা জায়গায় যমজ মেয়ের গলায় কোপ মারে রাহুল ছাভান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পাঁচেকের ওই দুই খুদের। নিজের হাতে মেয়েদের খুন (Murder) করে ওয়াসিম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন রাহু ছাভান নামক অভিযুক্ত।

তাঁর বয়ানের ভিত্তিতে তৎক্ষণাৎ আঞ্চারওয়াডির হত্যাস্থলে পৌঁছে শিশুদুটির মৃতদেহ উদ্ধার করে ওয়াসিম থানার পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে শিশুদুটির অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। পুলিশের সন্দেহ, খুনের পর প্রমাণ নষ্ট করতে শিশু দুটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে তাঁদের বাবা রাহুল ছাভান।

Advertisements

তবে খুনের গতিপ্রকৃতি নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ (Police)। মৃত্যুর সঠিক কারণ এবং মেয়েদের মরণোত্তর পোড়ান হয়েছে কিনা তা নির্ধারণের জন্য মৃতদেহ দুটির ফরেনসিক পরীক্ষা এবং ময়নাতদন্ত করা হচ্ছে।

প্রাথমিক তদন্তের জন্য ডেপুটি পুলিশ সুপার (ডিওয়াইএসপি) মনীষা কদম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং নথিপত্র সংগ্রহ করে এলাকা থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ শুরু করে। শিশুদুটির মায়ের তরফে এখনও কোনও বয়ান সামনে উঠে আসেনি।