বেঙ্গালুরুতে এইচএমপিভি আক্রান্ত দুই শিশু! ‘চিনা’ ভাইরাসের সঙ্গে যোগ নেই, জানাল কেন্দ্র

বেঙ্গালুরু: চিনা ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝে সোমবার বেঙ্গালুরুতে দুই শিশুর শরীরে খোঁজ মেলে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণের। এদিন সকালে প্রথমে আট মাসের এক শিশুর শরীরে…

Health Department of West Bengal Alerts Children and Elderly to Maintain Distance Amid HMPV Panic

বেঙ্গালুরু: চিনা ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝে সোমবার বেঙ্গালুরুতে দুই শিশুর শরীরে খোঁজ মেলে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণের। এদিন সকালে প্রথমে আট মাসের এক শিশুর শরীরে চিনা ভাইরাসের হদিস মেলার পর জানা যায় তিন মাসের এক শিশুর শরীরেও এই ভাইরাস বাসা বেঁধেছে। তবে চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনও যোগ নেই বলেই জাননিয়ে দিল কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক৷ (two babies diagnosed with HMPV)

ভয়ের কারণ নেই two babies diagnosed with HMPV

সোমবার বেঙ্গালুরুর ব্যাপ্টিস্ট হাসপাতালে একটি আট মাসের শিশুপুত্র এবং তিন মাস বয়সী একটি শিশু-কন্যা শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV) শনাক্ত হয়। কর্ণাটক স্বাস্থ্য দফতরের তরফে জনানো হয়েছে, এদের মধ্যে কোনও ট্রাভেল হিস্ট্রি নেই৷ অর্থাৎ বাইরে কোথাও ঘুরতে যায়নি তারা৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এইচএমপি নতুন কোনও ভাইরাস নয়৷ এটি প্রথম চিহ্নিত হয় ২০০১ সালে৷ দেশে ও বিদেশে অনেক আগে থেকেই এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে৷ তাই সাধারণ মানুষ যাতে অযথা আতঙ্কিত না হন, সেই আর্জি জানানো হয়েছে৷ 

   

বেঙ্গালুরুর দুই শিশুরই ব্রঙ্কোপনিউমোনিয়া (bronchopneumonia) ছিল, যা নিউমোনিয়ার একটি ধরন৷ তিন মাসের শিশুটিকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ আট মাসের শিশুটি হাসপাতালে সুস্থ হয়ে উঠছে৷ 

শ্বাসনালীতে সংক্রমণ two babies diagnosed with HMPV

ব্রঙ্কোপনিউমোনিয়া এমন একটি রোগ, যা শ্বাসনালী (bronchi) এবং ফুসফুসের ক্ষুদ্র বাতাসের থলির (alveoli) প্রদাহ সৃষ্টি করে। এর উপসর্গগুলো মৃদু থেকে তীব্র হতে পারে, যার মধ্যে রয়েছে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, তীব্র শ্বাস-প্রশ্বাস, ঘাম, কাঁপুনি, মাথাব্যথা, শরীরব্যথা, ক্লান্তি এবং ক্ষুধামন্দা।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণকের তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুর এই দুই এইচএমপি কেস নিয়মিত শ্বাসযন্ত্রের ভাইরাস সংক্রান্ত সার্ভিলেন্সের অংশ হিসেবে শনাক্ত করা হয়েছে৷ এইচএমপি সাধারণত ১১ বছরের নিচে শিশুদের মধ্যে  দেখা যায়৷ প্রায় ০.৭ শতাংশ ইনফ্লুয়েঞ্জার নমুনায় এইচএমপি পাওয়া যায়। ভারতে এই ভাইরাস আগেও ছিল৷ তবে এই ভাইরাসটির কোনও রূপান্তর হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা। চিনে ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে, সেটির গঠনের বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য হাতে আসেনি৷ গুপ্তা জানান, এই ভাইরাসের নতুন স্ট্রেইন এলে, ICMR আমাদের হাসূচিত করবে৷ ফলে এটি ভাইরাসের চিনা রূপ নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাসের সংক্রমণ, তা এখনও বলা যাচ্ছে না।

কী কী উপসর্গ two babies diagnosed with HMPV

এইচএমপি সাধারণত সাধারণ ঠান্ডার মতো উপসর্গ সৃষ্টি করে, যেমন কাশি, হাঁপানি, সর্দি বা গলা ব্যথা। তবে, শিশু, বৃদ্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের মধ্যে এটি গুরুতর শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে, যার জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন।

 

Bharat: In Bengaluru, two babies diagnosed with Human Metapneumovirus (HMPV), raising concerns amidst China’s virus outbreak. Indian Health Ministry confirms no link between the cases.