ঝাঁসি, ১৬ অক্টোবর: রেলের প্রায় ৭০ লক্ষ টাকা নিয়ে এক বেসরকারি সংস্থার কর্মী পালিয়ে যাওয়ার ঘটনায় ঝাঁসিতে (Jhansi) ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ওই কর্মীর নাম অনশুল সাহু। তিনি বেসরকারি একটি ক্যাশ কালেকশন সংস্থার কর্মী। সংস্থাটি ভারতীয় রেলের টাকা সংগ্রহ ও ব্যাংকে জমা দেওয়ার দায়িত্বে নিযুক্ত।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরই নবাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সংস্থার ম্যানেজার গৌরব গর্গ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং দ্রুত তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে খবর, ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত তিন দিনের রেলের নগদ সংগ্রহ অভিযুক্ত অনশুল সাহু’র হাতে তুলে দেওয়া হয়। এই তিন দিনে মোট সংগ্রহ হয়েছিল ৬৯,৭৮,৬৪২। এই অর্থ তিনি ঝাঁসি রেল স্টেশনের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় জমা দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা হাতে পাওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায় অনশুল।
শুধু টাকা নয়, সংস্থার-এর পক্ষ থেকে অভিযুক্তের যাবতীয় পরিচয়পত্রও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অনশুল সাহুর বাড়ি ঝাঁসির প্রেম নগর এলাকার কসাই বাবা অঞ্চলে।
ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ করেছে নবাবাদ থানার পুলিশ। থানার স্টেশন হাউস অফিসার (SHO) জে. পি. পাল জানিয়েছেন, “অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়েছে। তাকে খুঁজে বের করতে নানা জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে আমরা আশাবাদী।” পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, তার পরিবার ও ঘনিষ্ঠদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনার পর রেলের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ক্যাশ হ্যান্ডলিংয়ের মতো সংবেদনশীল দায়িত্ব কীভাবে একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয় এবং কীভাবে এমন নজরদারির অভাব ঘটল—তা নিয়ে প্রশ্ন উঠছে অভ্যন্তরীণ মহলে। রেল দপ্তর বিষয়টি নিয়ে CMS Info Systems-এর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।