ট্রাম্পের নতুন ভাবনা: ‘গোল্ড কার্ড’ – কারা পাবেন?

Trump Revives Claim of Stopping Eight Wars, Critics Question Motive
Trump Revives Claim of Stopping Eight Wars, Critics Question Motive

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আনুষ্ঠানিকভাবে চালু করেছেন “গোল্ড কার্ড” — একটি নতুন ইমিগ্রেশন ও ভিসা স্কিম, যা ধনী বিদেশি নাগরিকদের জন্য আর্থিক বিনিময়ে মার্কিন স্থায়ী বসবাসের (Permanent Residency) এক সরল ও দ্রুত পথ খুলে দেয়। গোল্ড কার্ড পেতে হলে আবেদনকারীকে দিতে হবে ১০ লক্ষ মার্কিন ডলার (প্রায় ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি), এবং আবেদন প্রক্রিয়ার প্রারম্ভিক ফি হিসেবে দিতে হবে প্রায় ১৫,০০০ ডলার। আবেদনকারীর পক্ষে যদি কোনও কর্পোরেশন আবেদন জানায়, তাহলে সেই ক্ষেত্রে কর্পোরেট স্পনসরদের জন্য খরচ হচ্ছে ২০ লক্ষ ডলার।

এই নতুন কার্ডকে ট্রাম্প অভিবাসন নীতিতে “গ্রিন কার্ডের প্রিমিয়াম সংস্করণ” হিসেবে উপস্থাপন করেছেন — যা শুধুই বসবাস নয়, আয় ও কাজ করার অধিকার, এবং ভবিষ্যতে নাগরিকত্ব লাভের পথ খুলে দেবে।

   

বিনিয়োগ বা দান: ব্যক্তিগত আবেদনকারীদের জন্য ১০ লক্ষ ডলার দান; কর্পোরেট স্পনসরদের জন্য ২০ লক্ষ ডলার। প্রসেসিং ফি ও যাচাই: আবেদন শুরুতে ১৫,০০০ ডলার।

ট্রাম্প এ দিন এক বক্তব্যে বলেছেন, “আমাদের কোষাগার এখন ফুলেফেঁপে উঠবে” —যেহেতু কার্ডের দাম ১০ লক্ষ ডলার, অর্থাৎ প্রায় ৮ কোটি ৮০ লক্ষ টাকা — অনেক ভারতীয় মধ্যবিত্ত বা সাধারণ পরিবার সেটিভার্য নয়। তবে ধনীর শ্রেণি, বড় ব্যবসায়ী বা বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছে, তাঁদের জন্য এটি একটি দৃষ্টিগোচর সুযোগ।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন