ট্রাম্প ফেরায় নিষেধাজ্ঞা-মুক্ত হবে ১৯ টি ভারতীয় সংস্থা, আশায় নয়াদিল্লি

ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় ফেরায় আশার প্রহর গুনছে মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত একাধিক ভারতীয় সংস্থা। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে (Russia Ukraine war)সহায়তার অভিযোগে ভারতসহ বিশ্বের বিভিন্ন…

Trump Modi India hopes US Sanction on 19 Indian Companies may lift under Trump Administration which was implimented by Biden

ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় ফেরায় আশার প্রহর গুনছে মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত একাধিক ভারতীয় সংস্থা। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে (Russia Ukraine war)সহায়তার অভিযোগে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সংস্থাগুলির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার, ১ নভেম্বর, বাইডেন (Joe Biden) প্রশাসন রাশিয়াকে (Russia) সমর্থন করার অভিযোগে ৩৯৮ টি সংস্থা ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই তালিকায় ১৯টি ভারতীয় সংস্থা  (Sanction on Indian Companies)এবং দুজন ভারতীয় নাগরিকের নামও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে কূটনৈতিক অঙ্গনে এই পদক্ষেপ নিয়ে ভারত-মার্কিন (India US relation) সম্পর্কের ওপর বেশ কিছুটা প্রভাব পড়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। 

‘ফাইভ আইজ’ দেশ অস্ট্রেলিয়া থেকে কানাডাকে চাপ জয়শঙ্করের, খালিস্তান নিয়ে সুর নরম ট্রুডোর

   

আমেরিকার এই পদক্ষেপের প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে ভারত (India)। গত শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের (Ministry of external affairs) তরফে এক বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা ‘মিথ্যা অভিযোগের ভিত্তিতে’ আরোপিত হয়েছে।

বিদেশমন্ত্রকের মতে, এই ভারতীয় সংস্থাগুলি কোনোভাবেই রাশিয়াকে (Russia) সমর্থন বা সহায়তা করছে না এবং তারা বৈধ ব্যবসার নিয়ম মেনেই কাজ করছে। এমন অভিযোগ ভারত সরকারের জন্য মানহানিকর এবং তা দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়। তবে আমেরিকা এখনও পর্যন্ত তাদের অবস্থানে স্থির আছে, ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো উদ্যোগ দেখা যায়নি। 

বিদায়ী প্রধান বিচারপতির বেঞ্চে বাংলার ‘অমীমাংসিত’ পাঁচটি মামলা

তবে আন্তর্জাতিক কূটনীতিকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় আসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে আশা করছে নয়াদিল্লি (New Delhi)। বিশেষ করে, ডোনাল্ড ট্রাম্পের বিগত প্রশাসনের সময় ভারতের সঙ্গে সম্পর্ক ছিল উষ্ণ এবং বেশ কিছু কৌশলগত চুক্তিও সম্পন্ন হয়েছিল। ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে ভারতের প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে জোরালো সমর্থন জুগিয়ে এসেছে।

স্কুলে সেলফি তুলতে বাধা দেওয়ায় আত্মহত্যা ছাত্রের

তাই তিনি ক্ষমতায় ফেরায় ভারতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় সংস্থাগুলির উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে তারা আর্থিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারে। বিশেষজ্ঞেরা বলছেন, ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় এলে, মার্কিন নীতির পরিবর্তন ঘটে এবং এই ধরনের সংস্থাগুলি পুনরায় আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা ফিরে পাবে।