মালয়েশিয়ায় মোদী-ট্রাম্প সাক্ষাৎ? নজর আসিয়ান সম্মেলনে

Trump Modi ASEAN Summit

অক্টোবরে মালয়েশিয়ায় বসছে আসিয়ান শীর্ষ সম্মেলন। শুধু আঞ্চলিক বৈঠক বলেই নয়, এইবার আলোচনার কেন্দ্রে অন্য কিছু৷ এক মঞ্চে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে প্রশ্ন উঠছে, কুয়ালালামপুরেই কি হতে চলেছে তাঁদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ?

ট্রাম্প-মোদীর সাক্ষাৎ?

এই জল্পনার পেছনে রয়েছে কয়েকটি ইঙ্গিত। শীর্ষ সূত্র জানাচ্ছে, এ মাসের শেষে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদী। ফলে আন্তর্জাতিক স্তরে ট্রাম্প-মোদীর সম্ভাব্য সাক্ষাতের প্রথম বড় মঞ্চ হয়ে উঠতে পারে আসিয়ান বৈঠক। যদিও ভারত কিংবা আমেরিকা—কোনও পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠকের কথা ঘোষণা করেনি। তবে অভিজ্ঞ মহলের মতে, মোদী যেমন ধারাবাহিকভাবে আসিয়ান বৈঠকে যোগ দিয়ে আসছেন, এ বছরও তাঁর অংশগ্রহণ কার্যত নিশ্চিত।

   

অন্যদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রকাশ্যে জানিয়েছেন, আগামী মাসে কুয়ালালামপুরে অনুষ্ঠেয় ৪৭তম আসিয়ান সম্মেলনে আসছেন ট্রাম্প। এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ফোন করে জানিয়েছেন, তিনি আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া আসছেন।” সেই মঞ্চে থাকবেন চিনের প্রধানমন্ত্রী লি চিয়াং-ও।

ট্রাম্পের ভারত সফর কার্যত নিশ্চিত Trump Modi ASEAN Summit

২৬ থেকে ২৮ অক্টোবর নির্ধারিত আসিয়ান সম্মেলনে যদি সত্যিই মোদী-ট্রাম্প বৈঠক হয়, তবে তা নভেম্বরে ভারতে কোয়াড শীর্ষ সম্মেলনের আগে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা নিতে পারে। তখনই ট্রাম্পের ভারত সফরও কার্যত নিশ্চিত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নব্য নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর সম্প্রতি জানিয়েছেন, কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ, যদিও তারিখ নিয়ে চূড়ান্ত কিছু বলেননি।

প্রসঙ্গত, চলতি বছরের ১৭ জুন মোদী-ট্রাম্প ফোনালাপে ট্রাম্প ভারতের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। ফলে অক্টোবরের কুয়ালালামপুর হয়তো সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত এনে দিতে চলেছে, যেখানে দুই নেতার সরাসরি আলোচনার সূত্র ধরে নভেম্বরের কোয়াড বৈঠকের পথ আরও স্পষ্ট হতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন