বৃষ্টির জেরে ৫০ কিমি দীর্ঘ যানজটে আটকে ফল-সবজির ট্রাক

শিমলা: প্রবল বৃষ্টি, বন্যা এবং ধ্বসের কারণে ত্রস্ত পাহাড়ের জনজীবন। বিপাশা নদীর জলোচ্ছ্বাসে হিমাচলের একাধিক এলাকায় খরকুটোর মত ভেসে গিয়েছে ঘরবাড়ি, বহুতল, রেস্তোরাঁ। এবার প্রবল বর্ষণ এবং ধ্বসের জেরে চণ্ডীগড়-কুলু হাইওয়েতে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট। আটকে পড়েছে দিল্লি থেকে পাহাড়ে ফল-সবজির একাধিক ট্রাক। হাইওয়ের বিভিন্ন জায়গায় রাস্তা ধ্বসে যাওয়ায় ট্রাক ঢুকতে না পারায় প্রয়োজনীয় সামগ্রীর জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে মানুষকে।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ট্রাকের ভেতরের কোটি কোটি টাকার আপেল, টমেটো, ফল, সবজি পচে যাচ্ছে। এক একটি ট্রাকে ৪-৫ লক্ষ টাকার সামগ্রী থেকে শুরু করে ৫০ কোটি টাকার আপেল রয়েছে। সাহিবাবাদ ফল বাজারে ট্রাক ভরতি হিমাচলি আপেল নিয়ে যাচ্ছিলেন গফফর। কিন্তু যানজটের ফলে কুলুতে পাঁচদিন ধরে আটকে রয়েছে তাঁর আপেল-ভর্তি ট্রাক। আজদাপুর এবং সাহিবাবাদ মণ্ডিগামী অধিকাংশ ট্রাকই আটকে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

   

ছোট গাড়ি চলাচলের জন্য হাইওয়ে খুলে দেওয়া হলেও মান্ডি এবং কুলুর মাঝে একাধিক জায়গায় রাস্তা ধ্বসের কারণে ট্রাক চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ন্যাশানাল হাইওয়ে অথরিটির ইঞ্জিয়ার অশোক চৌহান বলেন, “বিপাশা নদীর তীব্র স্রোতে হাইওয়ের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, সারাইয়ের কাজ চলছে। অন্যদিকে, কুলুর রামশিলার এক স্থানীয় জয় ভেল জানিয়েছেন যে তাঁর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সঠিক পদক্ষেপ না নিলে বর্ষায় ওই অঞ্চলের ব্যাপক ক্ষতি হবে।

উল্লেখ্য, উত্তরাখণ্ড, কাশ্মীর সহ ধ্বসের কবলে হিমাচলপ্রদেশের মানালি। বিপাশা নদীর জলের তোরে মঙ্গলবার ভেসে গিয়েছে মানালির একটি বহুতল দোকান, একাধিক জায়গায় বন্ধ মানালি-লে হাইওয়ে। বন্যার জলে বেহাঙ অঞ্চলে ভেসে গিয়েছে দ্বিতল বাড়ি, রেস্তোরাঁ, দুটি দোকান। প্রায় হাজারেরও বেশি মানুষ আটকে পড়েছেন বিভিন্ন এলাকায়।

কিন্নৌর জেলার কানভি গ্রামে হড়পা বানে ভেসে যাচ্ছে দোকানপাট।গত ২০ জুন থেকে হড়পা বান, ধ্বস, রাস্তাঘাট, বিদ্যুৎ-জলসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সমস্যায় জর্জরিত হিমাচল প্রদেশ। চলতি বছর বর্ষা রীতিমত বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে পাহাড়ের মানুষদের কাছে। রাজ্যের আপতকালিন অপারেশন সেন্টার (SEOC)-এর তথ্য অনুযায়ী গত ২০ জুন থেকে প্রায় ১৫৮ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ ৩৮।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন