HomeBharatমধ্যপ্রদেশে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত সাত

মধ্যপ্রদেশে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত সাত

- Advertisement -

Madhya Pradesh Accident: মধ্যপ্রদেশে মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর কার্ড নিয়ে জেলায় একটি ট্রাক ও অটো রিক্সার সঙ্গে সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছেন তিনজন। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি কারনে এই দুর্ঘটনা তার তদন্তে নেমেছে পুলিশ। যান্ত্রিক গোলযোগ নাকি চালকের গাফিলতি মর্মান্তিক এই পথ দুর্ঘটনার পেছনে কারণ জানতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ। মৃত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

গত বুধবার মধ্যপ্রদেশের জবলপুরে সিহোরা মাঝগাওয়ান সড়কে ট্রাক ও অটো রিক্সার সংঘর্ষে চারজন পুরুষ ও তিনজন মহিলা সহ কমপক্ষে সাতজনের প্রাণহানি ঘটেছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ সিহোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে খবর, মালবোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে আসছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেক আসা একটি টেম্পোকে ধাক্কা মেরে সেটিকে ঘষটে ১০০ মিটার টেনে নিয়ে যায়। তার পরই ট্রাকটি উল্টে যায় অটোর উপরে। টেম্পোকে থাকা যাত্রীরা ট্রাকের নীচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। সিহোরার বিধায়ক সন্তোষ সিং পুলিশ কর্মী ও স্থানীয় প্রশাসনের আধিকারিকদের নিয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারকে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়।

   
- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular