Tripura Election 2023: ভোটের পরেই শাহর সাথে ‘বৈঠক’ নিয়ে গর্জন করলেন ত্রিপুরার রাজা প্রদ্যোত

নির্বাচন (Tripura Election 2023) পরবর্তী সমীকরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে রাজা প্রদ্যোত কিশোর দেবর্মণের বৈঠক নিয়ে ত্রিপুরা সরগরম।

pradyot bikram manikya

নির্বাচন (Tripura Election 2023) পরবর্তী সমীকরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে রাজা প্রদ্যোত কিশোর দেবর্মণের বৈঠক নিয়ে ত্রিপুরা সরগরম। রাজ্য জুড়ে ছড়িয়েছে ভোটের পর বিজেপির সাথে টিপ্রা মথার প্রধান সমঝোতা করবেন। এর প্রেক্ষিতে রাজ্য সরগরম।

অমিত শাহর সাথে ‘বৈঠক’ নিয়ে ত্রিপুরার ‘রাজা’ প্রদ্যোত দেববর্মণের দাবি, সবই ভুয়ো। তিনি জানান, একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে আমার সাথে নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠক হয়েছে। এরা আমাকে নিয়ে সিনেমার মত চিত্রনাট্য লিখছে। আমি বলছি এমন কিছুই হয়নি।

ভোটের আগে বিরোধী দলের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর বিস্ফোরক দাবি ছিল, দিল্লিতে ডেকে পাঠিয়ে প্রদ্যোত দেববর্মণকে হুমকি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজা প্রদ্যোতের সাথে অমিত শাহর বৈঠক নিয়ে প্রদেশ বিজেপি নীরব। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেছেন, রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফের সরকার গড়ছে দল। তিনি বলেন, বিরোধী সিপিএম ও কংগ্রেসের উস্কানিতে যেন দলীয় সমর্থকরা বিভ্রান্ত না হন।

Advertisements

উপজাতি দল টিপ্রা মথার প্রধান ‘বুবাগ্রা’ (রাজা) প্রদ্যোত দেববর্মণকে ঘিরে তৈরি হচ্ছে একের পর এক সমীকরণ। রাজার নির্দেশে তিপ্রা মথা কোনও প্রার্থী দাঁড় করায়নি সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে। সাব্রুম কেন্দ্র থেকে লড়ছেন তিনি। তাঁকে আগাম বিজয় শুভেচ্ছা জানিয়েছেন রাজা প্রদ্যোত।