শাসক দলের জনসভা ফাঁকা ফাঁকা! ভোট প্রচারে (Tripura Election 2023) মঞ্চে প্রবল বেগে ভাষণ দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একের পর জনসভা থেকে দাবি করছেন ত্রিপুরা এখন উন্নয়নের গতিতে ছুটে চলেছে। এ সবই হয়েছে এ রাজ্যে বিজেপির আমলে।
তবে হিমন্ত কোনও জনসভা থেকেই আর বিপুল কর্মসংস্থান ও সরকারি চাকরি, বকেয়া ডিএ মেটানোর প্রসঙ্গে যাচ্ছেন না। জনসভায় থাকা বিজেপি সমর্থকরা উদাস।
হিমন্ত বিশ্বশর্মা উত্তর পূর্বাঞ্চলের বিজেপির সর্ব শীর্ষ নেতা। তিনি প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘনিষ্ঠ। এ রাজ্যে গত বিধানসভা ভোটের আগে হিমন্ত বিশ্বশর্মা একের পর এক জনসভায় কর্মসংস্থানের কথা বলেছিলেন। আর সাংবাদিক সম্মেলনে দাবি, বিজেপি সরকারে এলেই ‘হম লোগ নৌকরি দেগা হি দেগা’। সেই ভিডিও বার্তা তাড়া করছে হিমন্ত বিশ্বশর্মাকে।
অন্যদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জনসভা থেকে জানালেন, মোদী সরকারে আসার পর লক্ষ লক্ষ দেশবাসীর একাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন। যদিও তিনি ত্রিপুরায় গত পাঁচে বছরে বিজেপি জোটের আমলে কেন শিল্প স্থাপন হয়নি তার ব্যাখ্যা দেননি।
রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রচারে ঝড় তুলতে মোদী আসবেন। আসছেন একগুচ্ছ তারকা। থাকবেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এ রাজ্যে প্রচার শুরু করেছেন।