Tripura Election 2023: হিমন্তর দাবি উড়িয়ে CPIM বলল ফল ঘোষণার পর ‘মহা আনন্দ’ হবে

আগরতলায় ফের শোরগোল। কারণ, বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী মঙ্গলবার আচমকা ফেসবুক লাইভে এসে জানিয়েছেন, আগামী ২ মার্চ ফল ঘোষণার দিন রাজ্যবাসী দুঃশাসন থেকে মুক্তি পেয়ে মহা আনন্দ করবেন।

Himanta Biswa Sarma

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) ফলাফল বিশ্লেষণ চলছে দেশ জুড়ে। এ রাজ্যের শাসক দল বিজেপির পক্ষেই সরকার গড়ার সম্ভাবনা বলেছে প্রায় সব জাতীয়স্তরের এক্সিট পোল।

আরও এক ধাপ এগিয়ে অসমের মুখ্যমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলের শীর্ষ বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) দাবি, শুধু ত্রিপুরা নয় বাকি দুটি রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডেও জয়ী হবে দল। হিমন্তর হাতেই উত্তর পূর্বের দায়িত্ব দিয়ে রেখেছে বিজেপি। তিনিই ত্রিপুরায় বিজেপির নির্বাচন কৌশল রূপায়ণ করেছেন। গুয়াহাটিতে হিমন্ত দাবি করেন ত্রিপুরা নিয়ে কোনও চিন্তা নেই। সেখানে জয় নিশ্চিত।

   

এদিকে আগরতলায় ফের শোরগোল। কারণ, বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী মঙ্গলবার আচমকা ফেসবুক লাইভে এসে জানিয়েছেন, আগামী ২ মার্চ ফল ঘোষণার দিন রাজ্যবাসী দুঃশাসন থেকে মুক্তি পেয়ে মহা আনন্দ করবেন। তিনি বলেন, এক্সিট পোল নিয়েই রাজ্যবাসী হতবাক। যেভাবে মানুষ শাসক বিজেপির রিগিং রুখে ভোট দিতে গেছিলেন সেটাই আসল এক্সিট পোল। জীতেন্দ্র চৌধুরী আরও বলেন, ফল ঘোষণার পর বাম সমর্থকরা অবশ্যই আনন্দ করবেন। তবে রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

পুরো ত্রিপুরা জুড়ে তীব্র আলোচনা জাতীয় সংবাদমাধ্যমের এক্সিট পোল ও আগরতলার সংবাদ মাধ্যমের সমীক্ষা নিয়ে। দুটি সমীক্ষার মধ্যে বিস্তর ফারাক থাকছে। সর্বভারতীয় প্রায় সব এক্সিট পোলে বিজেপি জোটের জয় দেখানো হয়েছে। আর স্থানীয় সংবাদ মাধ্যমে বাম-কংগ্রেস জোটকে এগিয়ে রাখা হয়েছে।

এক্সিট পোল নিয়ে চরম কটাক্ষ করেছেন বিজেপি সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। তিনি মন্ত্রীত্ব ছেড়ে ফের কংগ্রেসে ফিরে রাজ্যে বিরোধী জোটের অন্যতম মুখ। তিনি বলেন, দুই অংকের ঘরে ঢুকতে পারবেনা বিজেপি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন