Tripura Election: ভোটের আগেই ঘোড়া কেনাবেচা শুরু হয়ে গেল। সিপিআইএম (CPIM) বিধায়ক সরাসরি যোগ দিলেন বিজেপিতে (BJP)। এই ঘটনা যখন ঘটছে তখন নির্বাচন কমিশন ভোটের দিন পরিবর্তন করেছে ত্রিপুরায় (Tripura)। এর পরই রাজ্য জুড়ে প্রবল আলোড়ন কত কোটিতে বিধায়ককে কিনল বিজেপি? ত্রিপুরার সর্বত্র চর্চা কমপক্ষে সাড়ে তিন কোটি টাকায় রফা হয়েছে।
বিতর্কের কেন্দ্রে ত্রিপুরার কৈলাসহর আসনের সিপিআইএম বিধায়ক মবস্বর আলি। তিনি কয়েকদিন আগেও নিজের দফতরে বসে বিধায়ক হিসেবে রিপোর্ট কার্ড তুলে ধরে শাসক বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তখনও বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেনি। এরপর বাম প্রার্থী তালিকা ঘোষিত হলে দেখা যায় কৈলাসহর থেকে দলীয় টিকিট পাননি মবস্বর আলি। গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল তিনি কোনও বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন। শুক্রবার দিল্লিতে তিনি বিজেপি দলে যোগ দিলেন।
ত্রিপুরায় গত বিধানসভা নির্বাচনে টানা ২৫ বছরের বাম জমানার পরিবর্তন হয়। ক্ষমতায় আসে বিজেপি জোট। তবে গত নির্বাচনে কৈলাসহর ছিল সিপিআইএমের দখলে। বিধায়ক মবস্বর আলি বারবার বিজেপির বিরুদ্ধেই সরব ছিলেন। এবার তিনি টিকিট না পেয়ে সরাসরি বিজেপিতেই চলে গেলেন।
রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে আসন্ন বিধানসভা ভোটে প্রবল চাপের মুখে বিজেপি। তাদের নিজস্ব প্রার্থীর বদলে কেন এক বাম নেতা তথা বিধায়ককে দলে নিতে হলো উঠছে এই প্রশ্ন। তবে এদিন বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পূর্বতন রাজ্য সভাপতি সুবল ভৌমিক। তিনি বিজেপিতে ছিলেন আগেই। পরে কংগ্রেস ও তৃণমূল ঘুরে ফের ফিরলেন বিজেপিতেই।