Tripura Election 2023: পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি, ব্যবধান কমাচ্ছে বাম

গণনা চলছে। পোস্টাল ব্যালটের গতি দেখে বিজেপির দাবি একাই ছক্কা মাঝে। তবে ব্যবধান কমিয়ে আনল সিপিআইএম। তিপ্রা মথার অগ্রগতি। 9.00 AM     ত্রিপুরা বিধানসভা ভোটের…

Tripura Election 2023

short-samachar

গণনা চলছে। পোস্টাল ব্যালটের গতি দেখে বিজেপির দাবি একাই ছক্কা মাঝে। তবে ব্যবধান কমিয়ে আনল সিপিআইএম। তিপ্রা মথার অগ্রগতি। 9.00 AM

   

ত্রিপুরা বিধানসভা ভোটের ফলাফল গণনা চলছে। পোস্টাল ব্যালট গণনায় শাসক বিজেপির অগ্রগতি। প্রাথমিক ধাক্কা কাটিয়ে সিপিআইএম ও কংগ্রেস এবং তিপ্রা মথার এগোতে শুরু করল। গণনা ঘিরে কড়া নিরাপত্তা। (8.30 AM)

এদিকে রাত থেকে চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। বিজেপি কর্মীকে মারধর করে জখম করার অভিযোগ তিপ্রা মথার বিরুদ্ধে। ফল ঘোষণার মধ্যেই ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় জারি ১৪৪ ধারা।