Tripura Election 2023: হামলা করল বিজেপি পাল্টা তাড়া সিপিআইএমের, ত্রিপুরায় ভোট নিয়ে কমিশন উদ্বেগের

Commission worried about polls in Tripura

Tripura Election 2023: নির্বাচন ঘোষণার পরেই রাজনৈতিক খুন হয়েছিল ত্রিপুরায়। প্রকাশ্যে কুপিয়ে খুন করার ঘটনায় বিজেপির সমর্থকরা জড়িত বলে চিহ্নিত করে পুলিশ। সেই শুরু। এরপর নির্বাচন কমিশনের দাবি করা শান্তিপূর্ণ ভোট করানোর দাবি উড়িয়ে রাজনৈতিক সংঘর্ষ চলছে ত্রিপুরায়। এ রাজ্যের ভোট আগামী ১৬ ফেব্রুয়ারি। ভোটের দিন যত এগিয়ে আসছে শাসক বিজেপি বনাম বিরোধী সিপিএম ও কংগ্রেসের সংঘর্ষ চলছে। একের পর এক বিধানসভায় সংঘর্ষ ছড়াচ্ছে।

শনিবার রাত থেকে শাসক বিজেপি ও বিরোধী সিপিএমের সংঘর্ষে খোয়াই বিধানসভার সোনাতলা বাজার প্রবল উত্তপ্ত। সংঘর্ষে জখম হয়েছে কমপক্ষে ৬ জন্য। হামলা ছড়ানোর অভিযোগে এক বিজেপি যুব মোর্চা নেতা ধৃত।

   

এলাকায় বাম জোটের প্রচার সভা শেষ হবার পর থেকে শুরু হয় সংঘর্ষ। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা হামলা করে। তাদের তাড়া করে সিপিএম সমর্থকরা। মুহূর্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কয়েকজন রক্তাক্ত। নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় বিজেপির অফিস ভাঙচুরে অভিযুক্ত সিপিএম ও কংগ্রেস।

এদিকে খোয়াইয়ের সোনাতলা বাজারে বিজেপি বনাম সিপিএমের সংঘর্ষের জেরে রবিবার সকালেও এলাকা থমথমে। রক্তাক্ত সংঘর্ষে দু’জন গুরুতর জখম হনশু। তাদের আশঙ্কাজনক অবস্থায় আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংঘর্ষে ছটি বাইক ভাঙচুর ও একটি বাইক পোড়ানো হয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক সংখ্যায় নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি জিরো ভায়োলেন্স পোল করানো হবে। নিরাপত্তার কড়াকড়ির মাঝেও রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত হচ্ছে ত্রিপুরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন