Tripura Election 2023: মোদীর অভ্যর্থনায় তৈরি বিজেপি, কর্মসংস্থান ইস্যুতে জেরবার শাসক দল

Narendra Modi Tripura

পরপর জনসভা মোদীর। তাতেই চাঙ্গা শাসক শিবির। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Election 2023) দলের হয়ে শনিবার দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। আর সোমবার করবেন আরও দুটি জনসভা। প্রদেশ বিজেপি সূত্রে খবর, মোদী আসছেন শুনে দলীয় কর্মীরা চাঙ্গা হয়ে গেছে। শাসক দলের তরফে অভিযোগ, বিরোধী সিপিএমের সমর্থকদের হামলায় বেশ কয়েকটি নির্বাচনী কার্যালয় ক্ষতিগ্রস্ত।

আরও পড়ুন: Tripura Election 2023: ত্রিপুরার ভোট প্রচারে প্রধানমন্ত্রীর দুটি সমাবেশ ঘিরে উত্তেজনা

   

গত বিধানসভা ভোটে এ রাজ্যে টানা পঁচিশ বছরের বাম জমানার পরিবর্তন হয়ে বিজেপি জোট সরকার গড়ে। তখন প্রচারে এসে বা সরকার গড়ার পর রাজ্যে এসে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন বিপুল কর্মসংস্থান করছে বিজেপি। এদিকে এবারের ভোটের আগে শাসক দলের তরফে যে নির্বাচনী প্রতিশ্রতি দেওয়া হয়েছে, তাতে নেই কোনও সরকারি নিয়োগের বার্তা। গত পাঁচ বছরেও কোনও নিয়োগ হয়নি বলে অভিযোগ। চরম বিতর্কে রাজ্য সরকার।

বিতর্কের এই আবহে বিজেপির হয়ে প্রচারে নামছেন মোদী। ত্রিপুরা বিধানসভা ভোটের পারদ চড়ছে। শাসক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন