
নাবালিকা ধর্ষণকাণ্ডে গুরুত্বপূর্ণ রায় দিল ত্রিপুরার আদালত। বৃহস্পতিবার অভিযুক্ত টিএসআর (ত্রিপুরা স্টেট রাইফেলস) জওয়ানের ২০ বছর কারাদণ্ডের নির্দেশ দিল বিশালগড় জেলা ও দায়রা জজ আদালত।
পুলিশের পেশ করা প্রমাণের ভিত্তিতে এই রায় দেন বিচারক দেবাশিস কর। ১৯ সেপ্টেম্বর ২০২০ সালে বিশালগড় থানায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবুল দাসকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইন, 506 IPC এর IPC ধারা 4 এর 376 AB-এ অভিযোগ দায়ের পরে পুলিশ।
২০২০ সালে ১৭ সেপ্টেম্বর একটি ফাঁকা ঘরের সুযোগে একটি ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করে বলে বাবুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। গ্রেফতারের পর বেশ অনেকদিন জেল হেফাজতে ছিল অভিযুক্ত বাবুল। বাবুলের বিরুদ্ধে আদালতে ১৩ জন সাক্ষ্য দেন। দীর্ঘস্থায়ী শুনানির পর বিচারক দেবাশিস কর বাবুল দাসকে দোষী সাব্যস্ত করেন এবং ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।










