কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আগরতলা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল

কলকাতা: মঙ্গলবার ত্রিপুরার রাজ্য-দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আগরতলা পুলিশের (Agartala Police) বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার সেই অভিযোগপত্রের ছবি দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস।

Advertisements

সেখানে বলা হয়েছে, “বিজেপি সদস্যদের দ্বারা আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আজ আগরতলা পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের কর্মীদের ভয় দেখাতে, কার্যক্রম ব্যাহত করতে এবং রাজনৈতিক ভিন্নমত দমন করতে পরিকল্পনা করে সহিংসতা, হুমকি এবং ভাঙচুর করানো হয়েছে।”

   

https://x.com/AITCofficial/status/1976220610591367171

সেইসঙ্গে বিজেপির (BJP) নেতৃত্বে লাঠি, রড এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে অফিসের সম্পত্তিকে নষ্ট করা হয়েছে, বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনাকে “ইচ্ছাকৃতভাবে গুন্ডামির বহিঃপ্রকাশ” বলে উল্লেখ করেছে তৃণমূল। অভিযুক্তদের অতি সত্বর চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধ কড়া পদক্ষেপের দাবী জানিয়ে রাজ্যের শাসকদল।

Advertisements

দলীয় কার্যালয়ে ভাঙচুরের পর প্রতিনিধিদল পাঠায় তৃণমূল

উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মূর্মু এবং বিধায়ক শংকর ঘোষের উপর হামলার প্রতিবাদে ত্রিপুরায় দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে আসছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবারের ঘটনার পর বুধবার কুণাল ঘোষের নেতৃত্বে সায়নী ঘোষ সহ ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু আগরতলায় বিমানবন্দরে নামার পর থেকেই চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেন দলের মুখপাত্র কুণাল ঘোষ (KUnal Ghosh)। তিনি বলেন, তাঁদের জন্য পাঠানো গাড়িকে এয়ারপোর্টে ঢোকার আগে আটকে দেওয়া হয়। এমনকি কোনও প্রিপেইড ট্যাক্সিও পাননি তাঁরা বলে জানানো হয়। অগত্যা বিমানবন্দরের বাইরেই ধর্নায় বসতে দেখা যায় কুণালদের।