আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণে ফের শিরোনামে ঝাড়খণ্ড

Attempted rape

আবারও শিরোনামে ঝাড়খণ্ড (Jharkhand)। রাঁচি জেলার বেডো ব্লকের নারকোপি থানা এলাকায় আদিবাসী নাবালিকা ছাত্রীকে ২৬ বছরের অভিযুক্ত শাহরুদ্দিন আনসারি ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, রবিবার দুপুরে বাড়ির কাছেই কুয়োয় স্নান করতে গিয়েছিল ওই নাবালিকা ছাত্রী। এ সময় বৃষ্টি শুরু হলে সেখান থেকে পালানোর জন্য পাশের একটি গাছের নিচে আশ্রয় নেয়। সেই সঙ্গে গ্রামেরই একটি ছেলেকে এগিয়ে আসতে দেখে, বৃষ্টিতে ভিজে নিজের বাড়ির দিকে ছুটতে শুরু করে নাবালিকা মেয়েটি ৷ সেই সময় নাবালিকা ছাত্রীকে তাড়া করতে করতে তার বাড়িতে পৌঁছে যায় অভিযুক্ত যুবক। 

   

এরপর নাবালিকা ছাত্রীকে বাড়িতে একা দেখে ধর্ষণ করে অভিযুক্ত বলে জানিয়েছে নির্যাতিতা। ওই নির্যাতিতা জানায়, এই ধরনের মানুষের এই সমাজে থাকার কোনও অধিকার নেই। এ ধরনের লোকদের ফাঁসিতে ঝোলানো উচিত। একই সঙ্গে নির্যাতিতার ভাই বলেন, আজ তার বোন মানুষের শিকার হয়েছে, অন্য কারোর বোন বা দিদির যেন এরকম না হয়। প্রশাসনের উচিত এই ধরনের মানুষদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া, কারণ এই ধরনের মানুষ প্রশাসনের ভয়ে ভীত হয়ে পড়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন