পহেলগাঁও জঙ্গি হামলায় চিহ্নিত আততায়ীরা, প্রকাশ্যে ছবি

পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় রক্তাক্ত জঙ্গি হানার ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তে বড়সড় অগ্রগতি। নিরাপত্তা সংস্থাগুলির দাবি, কাশ্মীর উপত্যকায় পর্যটকদের উপর হওয়া সাম্প্রতিকতম এই হামলার নেপথ্যে রয়েছে…

TRF Lashkar Terrorists

পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় রক্তাক্ত জঙ্গি হানার ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তে বড়সড় অগ্রগতি। নিরাপত্তা সংস্থাগুলির দাবি, কাশ্মীর উপত্যকায় পর্যটকদের উপর হওয়া সাম্প্রতিকতম এই হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। হামলায় জড়িত তিন জঙ্গির ছবি ও নাম প্রকাশ করেছে গোয়েন্দারা৷ তারা হল—আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। সূত্রের দাবি, হামলার মূল ষড়যন্ত্রকারী সৈফুল্লাহ কাসুরি ওরফে খালিদ, লস্কর-ই-তইবার শীর্ষস্থানীয় কমান্ডার, যিনি পাকিস্তান থেকেই হামলার রিমোট কন্ট্রোল হাতে রেখেছিলেন।

হেলমেট ক্যামে রেকর্ড হামলা, মিলিটারি গ্রেড অস্ত্রে গুলি চালানো হয়েছিল

তদন্তে উঠে এসেছে, ৫ থেকে ৬ জন জঙ্গি কুর্তা-পায়জামা ও সেনা ছদ্মবেশে পাইনবনের আড়াল থেকে হঠাৎই ঢুকে পড়ে পর্যটনে ঠাসা বাঈসরান ঘাসভূমিতে। হাতে ছিল AK-47 ধরনের মিলিটারি গ্রেড অস্ত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় দু’জন পশতু ভাষায় কথা বলছিল, যা পাকিস্তানি পরিচয়ের দিকেই ইঙ্গিত দেয়। বাকি দু’জনের নাম উঠে এসেছে—বিজবেহারা ও ত্রালের স্থানীয় বাসিন্দা আদিল এবং আসিফ।

   

ফরেনসিক রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য মিলেছে। জানা গিয়েছে—জঙ্গিদের শরীরে ছিল বডি ক্যাম ও হেলমেট ক্যাম, হামলার প্রতিটি মুহূর্ত রেকর্ড করছিল তারা৷ ব্যবহার হয়েছে উন্নত যোগাযোগ যন্ত্র৷ মজুত ছিল শুকনো খাবার, ওষুধ, টর্চ-কম্পাস—পুরোপুরি একটি সামরিক অপারেশনের মতো প্রস্তুতি৷ স্থানীয়দের মাধ্যমেই আগেভাগে করা হয়েছিল রেকি৷

ডিজিটাল ছাপ মিলল পাকিস্তানের ঘাঁটিতে TRF Lashkar Terrorists Identified

গোয়েন্দাদের দাবি, হামলাকারীদের ডিজিটাল ফুটপ্রিন্ট মিলেছে মুজাফফরাবাদ ও করাচির কিছু ‘সেফ হাউস’-এ। তাতে সীমান্তপারে পাকিস্তানের মদতের প্রমাণ আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

সেনার ঘাঁটি থেকে শুরু তল্লাশি, জঙ্গিরা এখনও গা ঢাকা দিয়ে রয়েছে

হামলার পর পহেলগাঁও এলাকায় শুরু হয়েছে সেনার চিরুনি অভিযান। আকাশপথে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। গোটা এলাকা এখন কার্যত ঘেরাটোপে। সেনার মতে, জঙ্গিরা বনের গা ঘেঁষা এলাকায় লুকিয়ে রয়েছে। এখনও গুলির লড়াইয়ে সরাসরি সংঘর্ষ না হলেও, সেনা সূত্র বলছে, নজর এড়িয়ে পালানোর রাস্তা নেই।

কাশ্মীর উপত্যকা ফের রক্তাক্ত। এবং বারবার বেছে বেছে পর্যটকদের টার্গেট করার মধ্যে যে কৌশলগত বার্তা লুকিয়ে রয়েছে, তা আর অজানা নয়। দেশের অর্থনীতি, সামাজিক সম্প্রীতি, আন্তর্জাতিক ভাবমূর্তি—সব দিকেই কাঁটা ছুঁড়তে চায় সন্ত্রাসবাদ। এই হামলার তদন্ত কোন দিকে এগোয়, কত দূর গিয়ে পাকিস্তানের দায় প্রমাণ করা যায়, সেটাই এখন সময়ের অপেক্ষা।

Bharat: Major breakthrough in Pahalgam terror attack probe. TRF/Lashkar linked terrorists identified: Asif Fuji, Suleman Shah, Abu Talha. Pakistan-based commander Saifullah Kasuri key suspect.

Advertisements