প্রেমের চাহিদায় লিঙ্গ বদল, পরিণতি পেল না সম্পর্কও, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের

How Kolkata Couples Are Redefining Urban Relationships in 2025
How Kolkata Couples Are Redefining Urban Relationships in 2025

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক ২৫ বছর বয়সী রূপান্তরিত নারীর। পাশাপাশি, তার দাবি দীর্ঘ ১০ বছর সম্পর্কে ছিলেন তারা। তখন প্রেমিক তাকে লিঙ্গ পরিবর্তনের জন্য মানসিক চাপ দেন। কিন্তু সেই অস্ত্রোপচার করার পরেই বেঁকে বসেন প্রেমিক। বিয়ে করতে অস্বীকারও করেন তিনি।

জানা যাচ্ছে, নর্মদাপুরম জেলায় প্রায় ১০ বছরেরও অধিক সময় ধরে প্রেমিকের সঙ্গে তার পরিচয়। তাদের পরিচয় হওয়ার সময় দু’জনেই পুরুষ ছিলেন এবং সমকামী সম্পর্কেও যুক্ত ছিলেন। কিন্তু প্রেমিক তাকে লিঙ্গ পরিবর্তনের জন্য মানসিক চাপ দিতে শুরু করেন। ইন্দোরের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি নারী রূপ ধারণ করেন। কিন্তু সফলভাবে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। পরবর্তীতে স্পষ্টভাবে বিয়ে করতে অস্বীকার করেন। এই প্রতারণায় মানসিকভাবে ভেঙে হয়ে পড়েন ওই তরুণী। দ্বারস্থ হন পুলিশের।

   

তরুণী তার প্রেমিকের বিরুদ্ধে ভোপালের গান্ধীনগর থানায় অভিযোগ দায়ের করেন। যেহেতু ঘটনাস্থল অভিযুক্তের বাসস্থান নর্মদাপুরম জেলায়, তাই মামলাটি সেখানে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের ধারায় মামলা দায়ের হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, অভিযুক্ত প্রেমিক গুপ্তচরবৃত্তির সঙ্গেও যুক্ত। তবে তদন্তের মাধ্যমে সঠিক তথ্য জানা যাবে। এই মামলার পরবর্তী অগ্রগতির দিকেও নজর রাখছে প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন