Indian Railways: অদ্ভূত, ভারতীয় রেলের এই স্টেশনে ট্রেন থামে বছরে মাত্র ১৫ দিন!

ভারতীয় রেলের এমন অনেক ঘটনা রয়েছে যা জানলে চমকে যেতে হয়। এ দেশের রেল নেটওয়ার্ক বহরে বিশ্বের চতুর্থ বৃহৎ। ফলে অদ্ভূতসব ঘটনাও রয়েছে যা ইতিহাস…

train stops at narayan ghat station in Aurangabad only 15 days in a year, ভারতীয় রেলের এই স্টেশনে ট্রেন থামে বছরে মাত্র ১৫ দিন

ভারতীয় রেলের এমন অনেক ঘটনা রয়েছে যা জানলে চমকে যেতে হয়। এ দেশের রেল নেটওয়ার্ক বহরে বিশ্বের চতুর্থ বৃহৎ। ফলে অদ্ভূতসব ঘটনাও রয়েছে যা ইতিহাস প্রসিদ্ধ। যেমন, রেলের এমন একটি স্টেশন রয়েছে, যেখানে বছরের ১৫ দিন বাদ দিয়ে বাকি সময়ে কোনও ট্রেনই থামে না! ওই ১৫ দিন বাদ দিলে বছরের অন্যান্য সময়ে ওই স্টেশনটি থাকে জনমানব শূন্য। এক-দু বছর নয়, বিগত প্রায় আড়াই দশকের বেশি সময় ধরেই এই নিয়ম চলছে।

প্রশ্ন উঠতেই পারে, তাহলে কী ওই স্টেশন দিয়ে যাত্রীরা তেমন যাতায়াত করেন না? কেনই বা বছরের মাত্র ১৫ দিন স্টেশনটিকে সচল করা হয়? খোলা হয় টিকিট ঘর? কেন খরচ করে ভারতীয় রেল ওই স্টেশনটিকে টিঁকিয়ে রেখেছে?

   

ওই রেল স্টেশনের নাম কি?

চমকে দেওয়া যে স্টেশনটির কথা বলা হচ্ছে, সেটির নাম হল নারায়ণ রোড ঘাট রেল স্টেশন। অবস্থিত উত্তরপ্রদেশের ঔরঙ্গাবাদ জেলার আওতায়। নারায়ণ রোড ঘাট রেল স্টেশনটি ইস্ট-সেন্ট্রাল রেলওয়ের দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের আওতাধীন মুঘলসরাই- গয়া রেলওয়ে সেকশনের অন্তর্ভুক্ত। এই স্টেশনটি ব্রিটিশ আমলে তৈরি করা হলেও গত ২৬ বছর ধরে বছরের ১৫ দিন বাদে একেবারে জনশূন্য থাকে। অবলুপ্তির খাতায় টিকিট ঘরগুলিও।

চমকে দেওয়া বিষয়, ভারতের একমাত্র এই রাজ্যেই রয়েছে মাত্র একটি রেল স্টেশন

কখন এই স্টেশনে ট্রেন থামে?

নারায়ণ রোড ঘাট রেল স্টেশন বছরে মাত্র ১৫ দিন ট্রেন থামে। প্রতি বছর পিতৃপক্ষের সময় ১৫ দিন হল সেই সময় যখন স্টেশনটিকে সচল করা হয়। অর্থাৎ, প্রতি বছর পিতৃপক্ষের সময় ১৫ দিন, যাত্রীরা এই রেল স্টেশন থেকে ট্রনে ওঠানামা করেন।

দেশি আলুর দামে ছ্যাঁকা! চিন্তা নেই, এবার পাত ভরাবে ভুটানি আলু

কেন পিতৃপক্ষের ১৫ দিন ট্রেন থামে?

কারণ লোকেরা পিতৃপক্ষের ওই সময় পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করতে যান। প্রতি বছর পিতৃপক্ষের সময় এই ধর্মীয় আচার পালন করা হয়। এই স্টেশনটি বহু দশক আগে তৈরি করা হয়েছিল যাতে লোকেরা নদীতে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারে। কারণ নদীর পাশেই এই নারায়ণ রোড ঘাট রেল স্টেশনের অবস্থান।

তারিফ-যোগ্য উদ্যোগ কেন্দ্রের, এবার ১৬ হাজার ফুটেও সেনাদের জন্য মোবাইল সংযোগ