ফের রেলে নাশকতার ছক! অল্পের জন্য বাঁচল রাজধানী ও কাঠগোদাম এক্সপ্রেস

Train Sabotage Attempt লখনউ: ভারতের রেলপথে ফের বড়সড় নাশকতার ছক! সোমবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের হরদেই-লখনউ শাখায় একসঙ্গে দু’টি এক্সপ্রেস ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। ডিব্রুগড়-দিল্লি…

Train Sabotage Attempt

Train Sabotage Attempt

লখনউ: ভারতের রেলপথে ফের বড়সড় নাশকতার ছক! সোমবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের হরদেই-লখনউ শাখায় একসঙ্গে দু’টি এক্সপ্রেস ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম-লখনউ এক্সপ্রেস—এই দুটি ট্রেন অল্পের জন্য রক্ষা পায় চালকদের তৎপরতায়।

ঘটনা ঘটে দলেলনগর ও অমরতালি স্টেশনের মাঝামাঝি রেলপথে। রেল সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা রেললাইনের উপর একটি বড় কাঠের টুকরো ফেলে দেয় এবং সেটিকে রেললাইনের সিগনালিং ‘আর্থিং’-এর লোহার তারের সঙ্গে বেঁধে রাখা হয়—যাতে ট্রেন চলাচল বন্ধ না হয় এবং চালক বুঝতে না পারেন।

   

শেষ মুহূর্তে চালকের তৎপরতা, রক্ষা শতাধিক যাত্রী

রেললাইনে কাঠের টুকরো পড়ে থাকতে দেখে আপৎকালীন ব্রেক (ইমার্জেন্সি ব্রেক) কষেন ডিব্রুগড়-দিল্লি রাজধানীর চালক। লাইন ঠিক করার প্রায় ১০ মিনিট পরে ফের এগোতে থাকে ট্রেনটি। এদিকে, ওই লাইন দিয়েই আসছিল লখনউগামী কাঠগোদাম এক্সপ্রেস। সেই সময়ও লাইনের উপর একই ভাবে বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো পড়ে থাকতে দেখেন চালক। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনিও।

এরপর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং কাঠ সরানো হয় রেললাইন থেকে। রাজধানী এক্সপ্রেসের ঠিক পিছনেই ছিল কাঠগোদাম-লখনউ এক্সপ্রেস। 

দুটি ট্রেনেই শতাধিক যাত্রী ছিলেন। কয়েক সেকেন্ডের বিলম্বে ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। চালকদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দ্রুত পদক্ষেপই রক্ষা করেছে বহু প্রাণ।

Advertisements

তদন্তে নেমেছে পুলিশ, রেল সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন Train Sabotage Attempt

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) ও রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে “পরিকল্পিত নাশকতা” বলে অনুমান করা হচ্ছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুরনো ছকেই ফের সক্রিয় নাশকতা চক্র?

উল্লেখযোগ্যভাবে, এই ঘটনা নতুন নয়। গত বছরও বিভিন্ন প্রান্তে রেললাইনে সিমেন্টের স্ল্যাব ফেলে দেওয়া, কিংবা ডিটোনেটর দিয়ে বিস্ফোরণের চেষ্টা-সহ একাধিক নাশকতার ঘটনা ঘটেছে।
এই ঘটনার পুনরাবৃত্তি ফের একবার রেলপথের নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারির প্রশ্ন তুলে দিচ্ছে।

পরপর এই ধরনের নাশকতার চেষ্টা রেলপথকে যেমন অরক্ষিত করে তুলছে, তেমনই যাত্রীদের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। পুলিশ ও রেল কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় প্রমাণ হয়ে গেল—ট্রেনের ইঞ্জিনে শুধু যন্ত্র নয়, মানুষের সতর্কতা এখনো প্রাণ বাঁচায়।

Bharat: Major train disaster averted in North India! Dibrugarh-Delhi Rajdhani and Katgodam Express narrowly escaped derailment after saboteurs placed wooden logs on tracks. Driver’s quick action saved lives. Security alert issued.