ফের বড়সড় রেল দুর্ঘটনা, বিধ্বংসী আগুনের কবলে কোরবা এক্সপ্রেস

আবারও শিরোনামে উঠে এল রেল। রবিবাসরীয় সকালে ফের বড়সড় রেল দুর্ঘটনা ঘটে গেল। রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। কোরবা থেকে আসা কোরবা-বিশাখাপত্তনম…

আবারও শিরোনামে উঠে এল রেল। রবিবাসরীয় সকালে ফের বড়সড় রেল দুর্ঘটনা ঘটে গেল। রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। কোরবা থেকে আসা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি কামরায় আগুন (Train Fire) লেগে গিয়েছে বলে খবর। তিনটি কোচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে শুরু করেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল থেকে শুরু করে রেল আধিকারিকরা।

এদিকে ঘটনায় রীতিমতো আতঙ্কে ভুগতে শুরু করেছেন সকল যাত্রী। অনেক কষ্টে সব যাত্রীকে ট্রেন থেকে বের করে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও তিনটি কোচসহ যাত্রীদের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, বিশাখাপত্তনমের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। এরই মধ্যে ধোঁয়া উঠতে শুরু করে বি-৭ কোচে। তা দেখে এই কোচে থাকা যাত্রীরা দৌড়ে কামরা থেকে বেরিয়ে যান। এরপরই কোচ থেকে আগুনের লেলিহান শিখা উঠতে শুরু করে।

   

Ministry of Railways: Smoke Incident in Empty Korba Express Rake

The Ministry of Railways reported a smoke incident in the B7 coach of an empty rake of the Korba Express on platform no. 4 at Vishakhapatnam Railway Station. The train, which arrived at 6:30 AM, was locked and scheduled to move to the coaching depot at 9:45 AM. The smoke was promptly detected and extinguished, ensuring no other coaches were affected. The situation was swiftly managed, with no disruptions reported.

এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বি৬ কোচটিতেও। রেল সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছায় ট্রেনটি। সকাল পৌনে ৯টায় ট্রেনটি ইয়ার্ডে ছাড়ার কথা ছিল। এদিকে ট্রেনের বি৭ কামরা থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং আগুন পাশের বি৬ কামরায় পৌঁছায়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার পর ত্রাণ স্কোয়াড সক্রিয় হয়েছে। তবে আগুন পুরোপুরি নেভানোর আগেই বি৭, বি৬ ও এম১ কোচ পুড়ে গেছে। উদ্ধারকারী দল জানিয়েছে, দমকল কর্মীদের সতর্কতার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ফায়ার ব্রিগেডের কর্মীরা এখানে পৌঁছানোর সাথে সাথে আগুন নেভানোর পরিবর্তে প্রথমে আগুন বাড়তে বাধা দেওয়ার চেষ্টা করে। 

আগুন নিয়ন্ত্রণে আসার পর দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল। রেলের তরফে স্বীকার করা হয়েছে, দুর্ঘটনা আরও বড় হতে পারত। সৌভাগ্যক্রমে, দুর্ঘটনার সময় ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল এবং দুর্ঘটনার সময় যাত্রীরা ট্রেনের ভিতরে ছিলেন না। যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করেছে রেলওয়ে, যদিও বিষয়টি যথাযথ তদন্ত করে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে।