কয়েক বছর ধরে একের পর এক রেল দুর্ঘটনার (Train Accident) খবর সামনে আসছে। আবার কখনও একই লাইনে ট্রেন এসে পড়া থেকে শুরু করে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের খবর শোনা গিয়েছে। এমন একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে যেখানে বহু প্রাণহানি ঘটেছে। কয়েকদিন আগেই সবরমতী এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এরপর ফের বেলাইন রেল ইঞ্জিন। রেল ট্র্যাক নয়, সোজা মাঠে নেমে এল রেলের লোকোমোটিভ ইঞ্জিন।
ঘটমনাটি ঘটেছে বিহারে।সূত্রের খবর, বিহারের ওয়াজিরগঞ্জ স্টেশন এবং কোলহানা হল্টের মাঝে রঘুনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটে। এই ঘটনায় কোনও হতাহত হয়নি।
রেলের তরফ থেকে জানা গিয়েছে, ওই ইঞ্জিনের সঙ্গে কোনও কোচ ছিল না। শুধু ইঞ্জিনটি একটি লুপ লাইনে গয়ার দিকে যাচ্ছিল। সেই সময়ে অসাবধানতা অবস্থায় কোনওভাবে বেলাইন হয়ে লাইন থেকে মাঠে নেমে আসে ইঞ্জিনটি। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে এই ঘটনায় রেললাইন ও রেলওয়ে ইঞ্জিনের আংশিক ক্ষতি হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।