ওড়িশায় ট্রেন বাতিলের ছড়াছড়ি! দেখে নিন পুরো তালিকা

কলকাতা: দক্ষিণ-পূর্ব রেল শাখায় আবারও একাধিক ট্রেন বাতিল। পূর্ব কস্ট রেলওয়ে (East Coast Railway) বিভাগে চলমান উন্নয়নমূলক কাজের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে…

Indian Railways round trip offer

কলকাতা: দক্ষিণ-পূর্ব রেল শাখায় আবারও একাধিক ট্রেন বাতিল। পূর্ব কস্ট রেলওয়ে (East Coast Railway) বিভাগে চলমান উন্নয়নমূলক কাজের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে আগামী সপ্তাহে। ফলে খড়গপুর, জলেশ্বর, জাজপুর, কেওনঝড় ও পুরি রুটে যাত্রীদের নাকাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisements

এই পরিস্থিতিতে রেল যাত্রীদের জন্য দক্ষিণ-পূর্ব রেল বিভাগের তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বাতিল ট্রেনগুলোর নির্দিষ্ট তারিখ সহ তালিকা প্রকাশ করা হয়েছে।

   

কোন ট্রেন কবে থেকে কবে পর্যন্ত বাতিল?
৬৮৪৪২ পুরি-জলেশ্বর এক্সপ্রেস: ২২ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বাতিল
৬৮৪৪১ জলেশ্বর-পুরি এক্সপ্রেস: ২৩ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বাতিল
১৮০৩৭ খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস: ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বাতিল
১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস: ২৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বাতিল
খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস (আপ ও ডাউন): ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বাতিল

এই ট্রেনগুলির মধ্যে অনেকগুলি ওড়িশার গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে বাংলার যোগাযোগের অন্যতম মাধ্যম। বিশেষ করে খড়গপুর থেকে পুরি ও জাজপুরের দিকে রোজ যাতায়াত করেন হাজারো কর্মজীবী মানুষ, পর্যটক, শিক্ষার্থী ও সাধারণ যাত্রী। ফলে একটানা এক সপ্তাহ ধরে ট্রেন বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে যাত্রীদের মধ্যে।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে ১২৮৯২/১২৮৯১ পুরি-বাংরিপোসি-পুরি এক্সপ্রেস ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রতিটি স্টেশনে দাঁড়াবে। তবে সেটিও সমস্ত রুট কভার করবে না, ফলে যারা নির্দিষ্টভাবে জাজপুর, কেওনঝড় বা খুরদা রোডের দিকে যেতে চাইছেন, তাঁদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে।

আগামী সপ্তাহে যদি কেউ পুরি, জাজপুর, জলেশ্বর কিংবা খুরদা রোড যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট বা NTES অ্যাপে গিয়ে ট্রেনের স্ট্যাটাস দেখে নেওয়ার অনুরোধ করা হয়েছে। অনেক যাত্রী অগ্রিম টিকিট বুক করে থাকেন, সেই কারণে অপ্রয়োজনীয় যাত্রার ঝামেলা এড়াতে রুট পরিবর্তন বা বাতিল ট্রেন সম্পর্কে তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রেল দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব কস্ট রেলওয়েতে গুরুত্বপূর্ণ ট্র্যাক সংস্কার ও অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। যাত্রীদের অস্থায়ী এই সমস্যার জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে।