ভয়াবহ রেল দুর্ঘটনা, দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ চালক

গত কিছু বছর ধরে দেশে রেল দুর্ঘটনা(Train Accident) যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।ফের রেল দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহেট স্টেশনের কাছে। দুটি মালগাড়ির মুখোমুখি…

Jharkhand

গত কিছু বছর ধরে দেশে রেল দুর্ঘটনা(Train Accident) যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।ফের রেল দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহেট স্টেশনের কাছে। দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়, ফলে দুই লোকো পাইলটের মৃত্যু হয়েছে এবং চারজন রেলকর্মী ও সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে তিনটে নাগাদ বারহেটের সোনাজোড়ি এলাকায়, দুটি কয়লা বোঝাই মালগাড়ি একে অপরকে ধাক্কা মারে। এর মধ্যে একটি মালগাড়ি লালমাটিয়া থেকে কয়লা নিয়ে ফরাক্কার এনটিপিসির দিকে যাচ্ছিল। অন্যটি বারহেট এলাকায় সিগন্যালের জন্য দাঁড়িয়ে ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মালগাড়ি অত্যন্ত দ্রুতগতিতে এসে ওই দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে সজোরে ধাক্কা মারে।  

   

সংঘর্ষের তীব্রতায় দুটি মালগাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কয়লাবোঝাই মালগাড়িতেও। এর ফলে একাধিক কামরা লাইনচ্যুত হয়ে পড়ে এবং একটি মালগাড়ির ইঞ্জিন পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

Advertisements

দুর্ঘটনায় ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটে এবং এতে দুই চালকের মৃত্যু হয়। নিহতরা হলেন বোকারো জেলার বাসিন্দা অম্বুজ মাহাতো এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা বিএল মাল। এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও এক চালক এবং রেলের ৫ কর্মীসহ সিআইএসএফের জওয়ান। আহতদের বারহেট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, যারা আগুন নিভানোর জন্য দ্রুত ব্যবস্থা নেয়। রেল সুরক্ষা বাহিনী ও রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এছাড়া, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেনও পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণে রেলের ট্র্যাক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ওই রুটে মালগাড়ি পরিষেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

এই দুর্ঘটনার পরই আবার একের পর এক রেল দুর্ঘটনার ঘটনায় ভারতের রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত তিনদিনের মধ্যে এটি দ্বিতীয় রেল দুর্ঘটনা, কারণ রবিবার ওড়িশার কটক এলাকায় কামাখ্যা এক্সপ্রেসও লাইনচ্যুত হয়েছিল, যেখানে এক যাত্রীর মৃত্যু হয় এবং সাতজন আহত হন।

এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে একই লাইনে দুটি ট্রেন কীভাবে চলে এল সে বিষয়ে তদন্ত চলছে।