মর্মান্তিক: জলের ট্যাঙ্কে তিন সন্তানকে ডুবিয়ে মায়ের আত্মহত্যা!

জয়পুর: জলের ট্যাঙ্কে নিজের তিন সন্তানকে ডুবিয়ে মারার পর সেই ট্যাঙ্কেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করলেন মা। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজস্থানের বালতোরা জেলায় বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, জাসোল এলাকার তাপরা গ্রামে ওই জলের ট্যাঙ্ক থেকে বৃহস্পতিবার সকালে ৪ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisements

পুলিশের প্রাথমিক তদন্তে মৃতা মহিলার নাম মমতা (৩২) বলে জানা গিয়েছে। গত ১০ দিন ধরে ওই মহিলা তাঁর পরিবারের সঙ্গে ফসল কাটার জন্য ক্ষেতের পাশে ঝুপড়ি বানিয়ে থাকছিল বলে খবর। পুলিশের এক আধিকারিক নীরজ শর্মা বলেন, “বুধবার রাতে খাওয়াদাওয়ার পর পরিবারের সকল সদস্য ঘুমাতে যান। পরে, মমতা তার তিন সন্তান, ছেলে নবীন (৭) এবং রুগারাম (৪) এবং মেয়ে মানভি (৬ মাস) কে নিয়ে জলের ট্যাঙ্কে ঝাঁপ দেন বলে জানা গেছে।”

বৃহস্পতিবার সকালে ক্ষেতের ওই অস্থায়ী ঘরে মমতাকে দেখতে না পেয়ে তাঁর শাশুড়ি খোঁজাখুঁজি শুরু করেন। জলের ট্যাঙ্কের কাছে তাঁর চটি পড়ে থাকতে দেখে শাশুড়ির সন্দেহ হয়। তখনই ট্যাঙ্কের ভেতর বৌমা সহ তিন নাতি-নাতনির মৃতদেহ ভাসতে দেখেন তিনি।

Advertisements

তৎক্ষণাৎ গ্রামবাসী এবং পুলিশে খবর দেন মমতার শাশুড়ি। স্থানীয় এবং জাসোল পুলিশের সাহায্যে মৃতদেহগুলিকে ট্যাঙ্ক থেকে বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতার স্বামী আন্দরাম প্যাটেল বেঙ্গালুরুতে একটি ওষুধের দোকান চালান। তাঁকে খবর দিয়ে ডেকে পাঠানো হয়। বর্তমানে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।