‘ইন্ডিয়া’ শাসনে পঞ্চায়েতে ধর্ষকদের সঙ্গে রফা করানোর চেষ্টা, দলিত ধর্ষিতাদের প্রতিবাদ

Woman gang-raped in ambulance
Police Officer Daughter Assault

Tragic Incident in Jharkhand: দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে দুই দলিত মেয়েকে গণধর্ষণ (Gang Rape) করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, ধর্ষকদের বাঁচানোর জন্য পঞ্চায়েত থেকে রফা করার চাপ দেওয়া হয়।

ইন্ডিয়া জোট শাসনাধীন ঝাড়খণ্ডের পালামু জেলায় দুর্গাপূজার মেলা থেকে বাড়ি ফেরার সময় গণধর্ষণ করা হয়েছে বলে জেলা পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, ঘটনাটি 11 অক্টোবর ঘটেছিল। রবিবার সন্ধ্যায় বিষয়টি প্রকাশ্যে আসে। ধর্ষিতাদের পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

   

পুলিশ জানিয়েছে, সরাইডিহে মেলায় অংশ নিয়ে বাড়ি ফিরছিল দুই দলিত নারী। তাদের মাঝপথে আটকে ধর্ষণ করে ছয় জন। মেয়েরা কোনওরকমে বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের কাছে সব বলে।

প্রাথমিকভাবে, পঞ্চায়েত স্তরে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ধর্ষণের অভিযোগ দায়ের করতে পুলিশের দ্বারস্থ হয় আক্রান্তদের পরিবার।অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। ছয় অভিযুক্তর মধ্যে গ্রাম প্রধানের ছেলেসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন