ইমামকে পিটিয়ে খুন। সেটাও আবার মসজিদের মধ্যে। এ নিয়েই জোর শোরগোল রাজস্থানের (Rajasthan) আজমেরে। মৃত ইমামের নাম মহম্মদ মাহির। ৩০ বছরের এই মৌলানাকে শনিবার গভীর রাতে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, আজমেরের মহম্মদি মদিনা মসজিদে থাকতেন মৌলানা মাহির। সেখানে একটি মাদ্রাসাও আছে। শনিবার রাত ২টো নাগাদ মসজিদের পিছনের দরজা দিয়ে ঢোকে তিন দুষ্কৃতী। মৌলানাকে খুন করে পিছনের দরজা দিয়েই পালিয়ে যায়। ভোের তিনটে নাগাদ মাদ্রাসার পড়ুয়াদের বিষয়টি নজরে আসে। তারপরেই থানায় খবর দেওয়া হয়।
দুষ্কৃতীরা মৌলানার মোবাইল ফোন নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় থানার ইনচার্জ রবীন্দ্র খিঞ্চি। তিনি আরও জানিয়েছেন যে এলাকার সিসি ক্যামেরার ফুটেজখতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা মাস্ক পরে মসজিদে ঢোকে। তাই তাদের চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে।
নিহতের পরিবারের দাবি, মৌলানা মহম্মদ মাহিরের খুনের পিছনে মাদ্রাসার পরিচালন সমিতির একাংশের হাত রয়েছে। তাঁদের অনেকেই মাহিরকে পছন্দ করতেন না। মাদ্রাসা এবং মসজিদের দখল নিতেই মাহিরকে খুন করা হয়েছে।
বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে মৌলানার খুন ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই রাজ্যের আজমের শরিফ ভারতের বৃহত্তম মুসলিম তীর্থক্ষেত্র। সেই আজমেরেই মসজিদে খুন মৌলানা। এই মৌলানা মহম্মদ মাহিরের আদি বাড়ি আরেক গেরুয়া রাজ্যে। উত্তরপ্রদেশের রামপুরে। সাত বছর আগে রামপুর থেকে আজমেরে যান মহম্মদ মাহির।