নয়াদিল্লি: শনিবার ‘রেড জোন’-এ প্রবেশ করেছে রাজধানী দিল্লি (Delhi Air Pollution)। AQI ৪০০-ঘর পেরিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিবাদে নামে দিল্লির মানুষ। প্রতিবাদ মিছিলে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধে আন্দোলনকারীদের। জানা গিয়েছে, অনেক প্রতিবাদকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।
এদিন দূষণ নিয়ন্ত্রণ করতে সরকারের কার্যকর নীতি প্রয়োগের দাবীতে ইন্ডিয়া গেটে (India Gate) প্রতিবাদ মিছিলে আমজনতার সঙ্গে পা মেলালেন আপ-কংগ্রেস নেতারাও। ছিলেন পরিবেশপ্রেমী থেকে সমাজকর্মীরাও।
পুলিশের তরফে আন্দোলনকারীদের বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিবাদ জানানোর জায়গা জন্তর মন্তর, ইন্ডিয়া গেট নয়। দিল্লি পুলিশের বরিষ্ঠ আধিকারিক দেবেশ কুমার মেহেরা বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আন্দোলনকারীদের ইন্ডিয়া গেটের বদলে জন্তর মন্তরে আন্দোলন করতে বলি।” উল্লেখ্য, ইন্ডিয়া গেটের সামনে প্রায় ৩০ মিনিট বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। তারপর থেকেই শুরু হয় পুলিশের ধরপাকড়।
একজন বিক্ষোভকারী বলেছেন যে তাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না এবং পরিবর্তে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। একজন আন্দোলনকারী বলেন, “ক্লাউড সিডিং-এ কাজ হয়নি। ওরা AQI মাপক যন্ত্রকে প্রভাবিত করছে। ডেটা সেন্টারের বাইরে ক্রমাগত জল ছেটানো হচ্ছে। যার ফলে সঠিক তথ্য ধরা পড়ছে না। এগুলো কোনও সমাধান না। আমরা স্থায়ী সমাধান চাই।” এরপর একাংশ মানুষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ওই আন্দোলনকারী বলেন, “অনেকেই এখনও ঘুমে আচ্ছন্ন। তাঁরা প্রতিদিন নাটক দেখছেন কিন্তু আওয়াজ তুলছেন না”।
‘রেড জোন’-এ দিল্লি
প্রসঙ্গত, শনিবার বায়ুদূষণের মাত্রা ৪০০-র ঘর ছাপিয়ে ‘রেড জোন’-এ পা রাখে দিল্লি (Delhi Air Pollution)। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার ওয়াজিপুরে AQI ছিল ৪২০। বুরারি, বিবেক বিহার, নেহেরু নার, আলিপুর এবং আইটিও-তে AQI ছিল যথাক্রমে ৪১৮, ৪১১, ৪০৬, ৪০৪ এবং ৪০২। CPCB-র ‘সমীর’ অ্যাপে যেটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করা হয়েছে। জাতীয় রাজধানী অঞ্চলেও বায়ুর মান ‘খারাপ’ বলে ধরা পড়ে।
