নয়াদিল্লি: শৌচাগারের ব্যবস্থা নেই, দেওয়া হয়নি খাবার! ৫৬ জন ভারতীয় পর্যটককে (Tourist) পশুর মত রেখেছিল জর্জিয়া (Georgia) প্রশাসন। সম্প্রতি সমাজমাধ্যমের একটি পোস্টে এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ধ্রুবী প্যাটেল নামক এক ভারতীয় পর্যটক। তাঁদের দলে থাকা পর্যটকদের আর্মেনিয়া থেকে জর্জিয়ায় প্রবেশের সময় সাদাখলো সীমান্তে ৫ ঘন্টারও বেশি সময় ধরে প্রচন্ড ঠান্ডায় খাবার, শৌচাগার ছাড়া অপেক্ষা করানো হয়েছে বলে জানিয়েছেন ধ্রুবী।
এমনকি এই ‘অত্যাচার’-এর ভিডিওও তুলে রাখছিলেন কর্মকর্তারা। কিন্তু পর্যটকরা ভিডিও করতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয় বলে পোস্টটিতে উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, “এমনকি সীমান্তের ইমিগ্রেশন (immigration) কর্তৃপক্ষ তাঁদের নথিপত্র ঠিকমত পরীক্ষা না করেই কেবল দাবি করতে থাকে যে তাঁদের ভিসা (Visa) ভুল।” এহেন আচরণকে “লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছেন ধ্রুবী।
ঘটনার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে পদক্ষেপ প্রত্যাশা করেছেন তিনি। পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই নিজেদের একই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। একজন লিখেছেন, “এটিই প্রথম না, আমি এর আগেও এরকম অনেকের পোস্ট দেখেছি”। আরও এক জন কমেন্ট করেছেন, “ভারতীয়দের সঙ্গে বারংবার এরকম আচরণ করা সত্ত্বেও আমরা কেন জর্জিয়া যাই?”
বিদেশ যাত্রায় ইমিগ্রেশনে আটকে দিলে কি করা উচিৎ?
১। শান্ত থাকুন এবং নিজের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল থাকুন:
বিদ্বেষের মাটিতে ইমিগ্রেশনে আটকে গেলে অনেকেই ঘাবড়ে যান। কিন্তু এহেন পরিস্থিতিতে শান্ত এবং ভদ্রভাবে কর্মকর্তাদের সঙ্গে কথা বলুন। ভিয়েনা কনভেনশন অন কন্সুলার রেলেশনস অনুযায়ী, এরকম পরিস্থিতিতে আপনি আপনার দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কর্মকর্তাদের সোজাসুজি আপনার কনসুলেট বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুমতি চান।
২। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন:
প্রত্যেক ভারতীয়ের জন্য দূতাবাসের ইমারজেন্সি হেল্পলাইন খোলা থাকে। বিদেশ সফরের আগে সেই নম্বরটি নিজের কাছে রাখুন। আপনার পরিস্থিতি বুঝে দূতাবাস আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথির বন্দোবস্ত করে দিতে পারবে।
৩। না বুঝে কোনও কিছুতে স্বাক্ষর করবেন না:
নিজেদের স্থানীয় ভাষায় আপনাকে কোনও কাগজপত্রে সই করার জন্য ইমিগ্রেশন কর্মকর্তারা জোরাজুরি করতে পারে। সম্পূর্ণভাবে না বুঝে কোথাও সই করবেন না।
৪। পুরো ঘটনার তথ্য রাখুন:
ইমিগ্রেশনে যারা আপনাকে অপদস্থ করেছেন তাঁদের নাম, সময়, স্থান সব লিপিবদ্ধ করুন। প্রতিটি পেপারওয়ার্কের জেরক্স কপি, রসিদ এবং মেডিক্যাল রেকর্ড (যদি থাকে) রেখে দিন। দূতাবাসের সঙ্গে যোগাযোগে এইসব নথি প্রয়োজন হতে পারে।