ব্যাগ পরীক্ষার নামে শ্লীলতাহানি! বেঙ্গালুরু বিমানবন্দরে কোরিয়ান পর্যটককে যৌন হেনস্থা

বেঙ্গালুরু: ভারতের সিলিকন সিটি হিসেবে পরিচিত বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক দক্ষিণ কোরিয়ান পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ৷ ব্যাগেজ পরীক্ষার অজুহাতে বিমানবন্দরের এক কর্মী ওই নারীকে হেনস্থা…

tourist harassed at Bengaluru airport

বেঙ্গালুরু: ভারতের সিলিকন সিটি হিসেবে পরিচিত বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক দক্ষিণ কোরিয়ান পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ৷ ব্যাগেজ পরীক্ষার অজুহাতে বিমানবন্দরের এক কর্মী ওই নারীকে হেনস্থা করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisements

ব্যাগেজ পরীক্ষার নাম করে নির্জন স্থানে নিয়ে যাওয়া

নির্যাতিতা কোরিয়ান পর্যটক কিম সুং কিয়ং (Kim Sung Kyung) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তিনি জানান, ১৯ জানুয়ারি ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর আফান আহমেদ নামে এক কর্মী তাঁর কাছে আসেন। অভিযুক্ত দাবি করেন, কিম-এর চেক-ইন ব্যাগেজে যান্ত্রিক বিপ-শব্দ শোনা যাচ্ছে এবং তা বিশদ পরীক্ষা করা প্রয়োজন।

   

এফআইআর-এর তথ্য অনুযায়ী, আহমেদ ওই তরুণীকে ভয় দেখান যে কাউন্টারে ব্যাগেজ চেক করতে গেলে তাঁর ফ্লাইটে দেরি হয়ে যেতে পারে। এর বদলে তিনি একটি ‘পার্সোনাল চেক’ বা ব্যক্তিগত তল্লাশির প্রস্তাব দেন।

যৌন হেনস্থার বর্ণনা tourist harassed at Bengaluru airport

অভিযোগ, নিরাপত্তার অজুহাতে অভিযুক্ত ব্যক্তি কিম-কে একটি ওয়াশরুমের কাছের নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে তল্লাশির নাম করে তিনি ওই তরুণীর শরীরের বিভিন্ন গোপনাঙ্গে একাধিকবার স্পর্শ করেন। কিম বাধা দিলে এবং বিরক্তি প্রকাশ করলে অভিযুক্ত ব্যক্তি ‘ওকে, থ্যাংক ইউ’ বলে দ্রুত সেখান থেকে চলে যান।

পুলিশি পদক্ষেপ ও কিম-এর প্রতিক্রিয়া

ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেলেও কিম তৎক্ষণাৎ বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর কাছে অভিযোগ জানান। সিসিটিভি ফুটেজ ও কিম-এর বয়ানের ভিত্তিতে নিরাপত্তা কর্মীরা দ্রুত অভিযুক্ত আফান আহমেদকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।

তবে এই অপ্রীতিকর অভিজ্ঞতার পরও ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন কিম সুং কিয়ং। তিনি নিজের পরিচয় প্রকাশ করতে দ্বিধা করেননি এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে দেশের বিমানবন্দরগুলোতে নারী নিরাপত্তা আরও জোরদার করা হবে।

Advertisements