কলকাতা: ভাদ্র পূর্ণিমার আকাশ ঢেকে যাবে কালো আঁধারে। রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে ভারত। এদিন রাত ৯ টা ৫৭ মিনিটে শুরু হবে আংশিক গ্রহণ। ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়তে শুরু করবে পূর্ণিমার চাঁদ। রাত ১১ টা ১ মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস। প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
তবে শহরাঞ্চলে ঘোলা আকাশে আলোকোজ্জ্বল এলাকায় স্পষ্টভাবে গ্রহণ দেখতে হলে দূরবীন বা টেইস্কোপে চোখ রাখতে হবে। গ্রামাঞ্চলে বা আকাশ পরিস্কার স্পষ্টভাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে গ্রহণের সময় শনিগ্রহও দেখা যাবে বএ জানা গিয়েছে। পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রাক্তন অধিকর্তা সঞ্জীব সেন জানিয়েছেন, আগামী ২১ সেপ্টেম্বর শনিগ্রহের ‘প্রতিযোগ’ রয়েছে।
অর্থাৎ, সূর্য এবং শনিগ্রহের মাঝে অবস্থান করবে পৃথিবী। এই প্রতিযোগের সময় পৃথিবী থেকে স্পষ্টভাবে দৃশ্যমান হয় শনিগ্রহ। সঞ্জীব সেন বলেন, “প্রতিযোগের সময় শনি থেকে পৃথিবীর দূরত্ব কম থাকায় গ্রহণের সময় অনেক ভালোভাবে দৃষ্টিগোচর হতে পারে শনিগ্রহ”। সম্পূর্ণভাবে গ্রহণের গ্রাসে চলে গেলে উজ্জ্বল রক্তবর্ণের চাঁদ দেখা যাবে।
কোন কোন জায়গা থেকে ভালোভাবে দেখা যাবে গ্রহণ?
যেকোনো খোলা জায়গা
স্পষ্টভাবে চন্দ্রগ্রহণ দেখতে হলে যেকোনো ফাঁকা জায়গা, যেমন বাড়ির ছাদ, কোনও মাঠ বা শহর থেকে দূরে আলো কম এমন জায়গায় যেতে হবে।
আরও ভালোভাবে দেখার জন্য দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে।
ছবি তোলার জন্য ট্রাইপড এবং ম্যানুয়াল যেকোনো ক্যামেরা ব্যবহার করা যেতে পারে। খালি চোখে চন্দ্রগ্রহণ দেখলে কোনও ক্ষতি হবে না বলে জানিয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের গবেষকরা।