কোথাও ৬০ তো কোথাও ৮০, শহরে আরও মহার্ঘ্য হল টমেটো

মুদ্রাস্ফীতির হাত থেকে সাধারণ মানুষ যেন রেহাই পাচ্ছেই না। উল্টে যত সময় এগোচ্ছে ততই যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। দিন দিন…

মুদ্রাস্ফীতির হাত থেকে সাধারণ মানুষ যেন রেহাই পাচ্ছেই না। উল্টে যত সময় এগোচ্ছে ততই যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। দিন দিন নিত্যপ্রয়োজনীয় খাবার যেমন পেঁয়াজ থেকে শুরু করে আলুর দাম বেড়েই চলেছে। এরই মাঝে দাম বাড়ল আরও এক সব্জির। এবার দাম বাড়ল টমেটোর (Tomato Price)।

দেশজুড়ে গরম রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। জুন মাসের শেষের দিকে আসতে চললেও অনেক রাজ্যে বৃষ্টির নামগন্ধ অবধি নেই। ফলে নষ্ট হচ্ছে একের পর এক চাষের জমি। তাপপ্রবাহ ও প্রচণ্ড গরম সাধারণ মানুষের ওপর দ্বিগুণ আঘাত হেনেছে। চলতি গ্রীষ্ম মৌসুমে সব্জির দাম আকাশছোঁয়া। দেশের অনেক এলাকায় পেঁয়াজ ও আলুর পাশাপাশি টমেটোর দামও বাড়ছে। গত দুই সপ্তাহে টমেটোর দাম দ্বিগুণ হয়েছে। ফলে আপনারও যদি টম্যাটোর চাটনি প্রিয় হয়ে থাকে তাহলে সেসব খাওয়ার দিন শেষ।

   

প্রাথমিকভাবে মহারাষ্ট্র এবং দক্ষিণের রাজ্য কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালায় টমেটোর দাম দেখা গেলেও এখন সারা দেশে এর দাম বেড়েছে। বলা হচ্ছে, টমেটোর দাম আরও বাড়তে পারে। সরকারি পোর্টাল AGMARKNET-এর তথ্য অনুযায়ী, দক্ষিণ ভারতে টমেটোর গড় পাইকারি দাম প্রতি কেজি ৩৫-৫০ টাকা। অন্যদিকে কর্ণাটকের কয়েকটি বাজারে টমেটোর দাম কেজি প্রতি ৬০ টাকায় পৌঁছেছে। খুচরো মূল্যের কথা বললে, অনেক জায়গায় প্রতি কেজি টমেটো ৮০ টাকায় মিলছে।

তথ্য অনুযায়ী, গত দুই-তিন সপ্তাহে টমেটোর দাম এক বছর আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। তবে উত্তর ভারতে টমেটোর দাম এখনও এতটা বাড়েনি। তবে ধারণা করা হচ্ছে, জুলাই মাসে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আসলে যখনই সরবরাহ কমে যায়, তখনই দাম বেড়ে যায়।