রাহুলের সাংসদ পদ ফেরানো নিয়ে স্পিকারকে আবেদন তৃণমূলের

মানহানি মামলায় শুক্রবার রাহুল গান্ধীকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুরাটের নিম্ন আদালত তার বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডের যে নির্দেশ দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম…

Rahul Gandhi 2 রাহুলের সাংসদ পদ ফেরানো নিয়ে স্পিকারকে আবেদন তৃণমূলের

মানহানি মামলায় শুক্রবার রাহুল গান্ধীকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুরাটের নিম্ন আদালত তার বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডের যে নির্দেশ দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়া নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে আবেদন জানায়।

সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়া রয়েছে। নিম্ন আদালতের রায়কে উচ্চ আদালতে বা সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যায়। সুপ্রিম কোর্টের রায়ে রাহুল গান্ধী স্বস্তি পেয়েছেন। এবার আমরাও চাইব যে ক্ষিপ্ততার সঙ্গে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করেছিলেন স্পিকার ওম বিড়লা সেই তৎপরতার সঙ্গেই যেন তা ফিরিয়ে দেন।”

   

উল্লেখ্য , সুরাট আদালত যখন রাহুলের বিরুদ্ধে সাজা শুনিয়েছিল তখনও কংগ্রেস, তৃণমূল ও আরও ২৪টি দল মিলে ইন্ডিয়া জোট হয়নি। কংগ্রেস ও তৃণমূল এখন ‘মোদীকে হঠানোর’ লড়াইয়ে অনেকটাই কাছাকাছি এসেছে। দুই দলই ইন্ডিয়া জোটের শরিক। সেই জোটকে চূড়ান্ত রূপ দেওয়ার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্দ্বিধায় বলেছেন, “আওয়ার ফেভারিট রাহুল”।

সর্বভারতীয় কংগ্রেস এবং তৃণমূল কাছাকাছি আসায় রাজ্য কংগ্রেসের নেতারা কিছুটা অস্বস্তিতে পড়েছেন। তবে এআইসিসি-র নেতাদের কথায়, বেঙ্গালুরুর মঞ্চেও বলা হয়েছিল যে রাজ্যস্তরে নিজেদের মধ্যে রাজনৈতিক লড়াই থাকতেই পারে। কিন্তু ২৬টি দল একত্রিত হয়েছে জাতীয় স্বার্থে।