HomeBharatনীতি আয়োগের বৈঠকে বড় কিছু করতে পারেন মমতা! ইঙ্গিত সাংসদের

নীতি আয়োগের বৈঠকে বড় কিছু করতে পারেন মমতা! ইঙ্গিত সাংসদের

- Advertisement -

লোকসভা ও বিধানসভা উপ নির্বাচনে জয়ের পর এই প্রথমবার দিল্লি সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় বাজেটের পর এবং এতগুলি নির্বাচনের পর তৃণমূল সুপ্রিমো মমতার এই দিল্ল সফরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যোগ দেবেন নীতি বৈঠকেও। মনে করা হচ্ছে, এই বৈঠকে বড় কিছু করতে পারেন মমতা।

নিজেদেরই আইনের ফাঁদে নাভিশ্বাস কর্পোরেশনের? বাড়ি ভাঙার চক্করে পুরসভারই পকেট ফাঁকা!

   

এদিকে মমতার দিল্লি সফর নিয়ে বড় দাবি করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে দেশের অন্যতম জনপ্রিয় নেতা তাতে কোনও সন্দেহ নেই। নীতি আয়োগের বৈঠকে সোচ্চার হবেন তিনি। অনেক অত্যাচার হয়েছে। কেন্দ্রীয় বাজেটে জোট শরিকদের সন্তুষ্ট করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিকে উপেক্ষা করা হয়েছে। পশ্চিমবঙ্গকে কোনও টাকা দেওয়া হচ্ছে না। এটা ‘কুরসি বাঁচাও বাজেট’।

বাজেটেও মিথ্যাচার? মোবাইলের দাম কমবে না, দাবি মোদী সরকারের আধিকারিকের

অগ্নিবীর যোজনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “অগ্নিবীর প্রকল্প যুব ও তাদের পরিবারের জন্য ভাল প্রকল্প নয়।” এদিকে আজ শুক্রবার দিল্লির উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে কেন্দ্র সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা। কেন্দ্রীয় বাজেট নিয়ে নতুন করে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। বাজেটে রাজনৈতিক পক্ষপাত মানছি না। বাংলাকে বিভাজন মানি না। বিজেপি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে বাংলা ভাগের চক্রান্ত করছে। দেশকে টুকরো টুকরো করার পরিকল্পনা বিজেপির। বিজেপি নেতাদের এই মনোভাব নিন্দাজনক।’

নীতি আয়োগের বৈঠক প্রসঙ্গে মমতা বলেন, ‘আগেই সিদ্ধান্ত হওয়ায় নীতি আয়োগের বৈঠকে যাবো। বৈঠকে নানা বিষয়ে প্রতিবাদ জানাবো। বলতে না দিলে বেরিয়ে যাবো। ঝাড়খণ্ড, বিহার ও বাংলা ভাগ করার জন্য বিভিন্ন নেতা বিভিন্ন বিবৃতি দিচ্ছেন। আমরা এর নিন্দা জানাই। আমরা আমাদের কণ্ঠস্বর রেকর্ড করতে চাই এবং আমি এটি করার জন্য সেখানে উপস্থিত থাকব।’

আজ দিল্লির বঙ্গভবনে সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা। সেইসঙ্গে সাংবাদিকদের সঙ্গে চা চক্রেও যোগ দেবেন। এরপর আগামীকাল নীতী আয়োগের বৈঠকে থাকতে পারেন মমতা বলে সূত্রের খবর। 

 

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular