Mahua Moitra: আমি সেই ভারত থাকতে চাই না… ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ মহুয়া

কালী তথ্যচিত্র নিয়ে আলোচনায় দেবী কালী নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) মন্তব্যে দেশজুড়ে বিতর্কের ঝড়। এরই মধ্যে মহুয়া মৈত্রের আর একটি টুইট।…

mahua moitra

কালী তথ্যচিত্র নিয়ে আলোচনায় দেবী কালী নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) মন্তব্যে দেশজুড়ে বিতর্কের ঝড়। এরই মধ্যে মহুয়া মৈত্রের আর একটি টুইট। তিনি বলেছেন, যে ভারতে ধর্ম নিয়ে বলার অধিকার নেই সেই ভারতে আমি থাকতে চাই না৷

এক সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলেন, আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মদ ও মাংস খান। আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে ঈশ্বরীকে কল্পনা করার। কয়েকটি স্থানে দেবতাদের হুইস্কি উৎসর্গ করা হয়৷ আমাদের এখানে কালীকে এভাবেই কল্পনা করি৷

মহুয়ার মন্তব্যে বিতর্ক শুরু হয়। বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ তিনি সনাতন হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন। তাঁকে গ্রেফতারির দাবিতে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করে বিজেপি মহিলা মোর্চা।

বুধবার সংবাদমাধ্যমের কাছে নিজের বক্তব্যের সাপেক্ষে যুক্তি দেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তিনি বলেন, আমি নিজে কালীর ভক্ত৷ সেখানে আমি নিজের ধর্ম নিয়ে মন্তব্য করেছি৷ এখানে আঘাত করার অভিপ্রায় আমার নেই। নুপুর শর্মা হজরত মহম্মদকে অপমানিত করেছেন। আর আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি আমায় ভুল প্রমাণ করে দেখাক৷ বিজেপির উত্তর ভারতের সংস্কৃতিকে আমাদের ওপর চাপিয়ে দিতে চাইছে।

Advertisements

তবে মহুয়া মৈত্রের এধরনের মন্তব্য সমর্থন করতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই মন্তব্য সাংসদের নিজের৷ তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, সাংসদের শব্দ চয়ন সঠিক হয়নি৷ আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল৷ এখন মহুয়ার উচিত যেটা বলছে সেটা পরিষ্কার করা৷

যদিও এই বিষয়কে সামনে রেখে আগামী দিনে প্রতিবাদের সুর আরও জোরালো করতে চাইছে বিজেপি। এবিষয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তবে মহুয়ার পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।