মোদী সরকারের বাজেট নিয়ে চরম কটাক্ষ করল তৃণমূল (TMC)। এই বাজেটকে ‘কুর্সি বাঁচাও বাজেট’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় (Kalyan Banerjee)।
তৃণমূলের সাংসদ বলেন, ‘যারা এনডিএকে সাহায্য করে এই বাজেটে তাঁদের জন্য। দেশের সাধারণ মানুষের জন্য এই বাজেট নয়। বাংলাকে তো কিছুই দেয়নি। বাংলাকে কেন্দ্র সহ্যই করতে পারে না।’
উল্লেখ্য, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য তাঁর টানা সপ্তম বাজেট পেশ করেছেন। আর এর মধ্য দিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে বাজেট বক্তৃতায় একাধিক ঘোষণা করলেন নির্মলা সীতারমন। এদিকে এই কেন্দ্রীয় বাজেট নিয়ে বিরোধী নেতারা নানা রকম প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।
কংগ্রেস নেতা পি চিদাম্বরম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘অর্থমন্ত্রী অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করবেন শুনে আমি খুশি। কংগ্রেস বহু বছর ধরে এর বিলুপ্তির পক্ষে সওয়াল করে আসছে। সম্প্রতি কংগ্রেসের ইস্তাহারের ৩১ পৃষ্ঠাতেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।’
তিনি লেখেন, “আমি জেনে খুশি হয়েছি যে মাননীয় অর্থমন্ত্রী নির্বাচনের ফলাফলের পরে কংগ্রেসের ইশতেহার ২০২৪ পড়েছেন। আমি খুশি যে তারা কংগ্রেসের ইশতেহারের ৩০ পৃষ্ঠায় উল্লিখিত কর্মসংস্থান সম্পর্কিত উত্সাহ (ইএলআই) ভার্চুয়ালি গ্রহণ করেছে। আমি আরও খুশি যে তিনি কংগ্রেসের ইশতেহারের ১১ পৃষ্ঠায় উল্লিখিত প্রতিটি শিক্ষানবিশকে ভাতা সহ একটি শিক্ষানবিশ প্রকল্প চালু করেছেন। আমি আশা করি অর্থমন্ত্রী কংগ্রেসের ইশতেহারে অন্য কিছু ধারণা কপি করতেন।”
#WATCH | Delhi | On Union Budget, TMC MP says Kalyan Banerjee says, “This is a ‘kursi bachao’ budget.” pic.twitter.com/YJ4ocerVAT
— ANI (@ANI) July 23, 2024