বন্ধু উদ্ভবের পাশে মমতা, ‘পলাতক’ শিবসেনা বিধায়কদের ঘিরে TMC বিক্ষোভ

সংগঠন বাড়াতে হবে অসমে এই নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মহারাষ্ট্র থেকে পালিয়ে আসা শিব সেনা বিধায়কদের ঘিরে বিক্ষোভে টিএমসি। অসম…

বন্ধু উদ্ভবের পাশে মমতা, 'পলাতক' শিবসেনা বিধায়কদের ঘিরে TMC বিক্ষোভ

সংগঠন বাড়াতে হবে অসমে এই নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মহারাষ্ট্র থেকে পালিয়ে আসা শিব সেনা বিধায়কদের ঘিরে বিক্ষোভে টিএমসি। অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি রিপুন বোরার নেতৃত্বে ঘেরাও করা হয় গুয়াহাটির ব়্যাডিশন ব্লু হোটেল।

মহারাষ্ট্রের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে। শিবসেনা নেতৃত্বে চলা অ-বিজেপি জোট সরকারের পতন নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। কারণ, বিদ্রোহ শিব সেনা বিধায়ক নেতা ও মন্ত্রী একনাথ শিন্ডের দাবি, তাঁর সঙ্গে কমপক্ষে চল্লিশ জন বিধায়ক আছেন। আর তিনি ৩০ জনের বিদ্রোহী বিধায়ক দল নিয়ে মুম্বই থেকে গুজরাট হয়ে অসমে হাজির। তাদের সমর্থনে বিজেপি মহারাষ্ট্রে ফের সরকার গড়ার প্রস্তুতি নিচ্ছে।

অসম তৃণমূলের অভিযোগ, মহারাষ্ট্রের সরকার ভাঙার জন্য অসমের বিজেপি সরকারকে দায়ি। অসম জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি। হিমন্ত বিশ্বশর্মার সরকারের সেদিকে বিন্দুমাত্র নজর নেই। বন্যা পরিস্থিতির মোকাবিলা না করে সরকার এখন মহারাষ্ট্রের সরকার ভাঙার খেলায় মত্ত।

গুয়াহাটির ব়্যাডিশন ব্লু হোটেলে আছেন বিক্ষুব্ধ শিব সেনা বিধায়করা। সেই হোটেলের সামনে তৃণমূলের বিক্ষোভ শুরু হতেই উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। একাধিক জনকে আটক করা হয়েছে।

Advertisements

গত সোমবার থেকে টলমল অবস্থায় রয়েছে মহারাষ্ট্রের শিব সেনা, কংগ্রেস ও এনসিপি জোটের মহা বিকাশ আগাধি সরকার। বিধান পরিষদ ভোটে ক্রশ ভোটিংয়ের অভিযোগ ওঠার পর থেকেই বেপাত্তা মন্ত্রী একনাথ শিন্ডে সহ বিদ্রোহী বিধায়করা।

প্রথমে সুরাটের লা মেরিডিয়ান হোটেলে তাঁদের খোঁজ মেলে। অভিযোগ, তাদের ভাঙিয়ে নিয়েছে বিজেপি। এরপর সুরাট ছেড়ে শিব সেনা বিধায়করা গুয়াহাটি চলে এসেছেন। গুয়াহাটি থেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের প্রতি চ্যালেঞ্জ জানান শিন্ডে। রাতেই মুখ্যমন্ত্রী আবাস ছেড়ে নিজের বাড়ি মাতশ্রী চলে যান উদ্ভব ঠাকরে।