‘সিএএ নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত জোড় করে বলছি, এমনটা করবেন না।’ কার্যত এমনই ভাষায় বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এবার অমিত শাহের বিরুদ্ধে এবার আসরে নামল তৃণমূল (TMC)।
তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য করতে না পারার অভিযোগ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সুরক্ষার সাথে আপস করার অভিযোগ করছেন। আর কতদিন এই ‘ঘুসপেটিয়া’ রাজনীতি চালিয়ে যাবেন?”
আজ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, “সেদিন বেশি দূরে নয়, যেদিন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবং অনুপ্রবেশ বন্ধ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি এই ধরনের রাজনীতি করেন এবং এত গুরুত্বপূর্ণ জাতীয় সুরক্ষা ইস্যু নিয়ে আপনি তোষণের রাজনীতি করে অনুপ্রবেশের অনুমতি দেন এবং শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার বিরোধিতা করেন, তাহলে জনগণ আপনার সাথে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় নেওয়া আর অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য বোঝেন না।”
#WATCH | TMC leader Sagarika Ghose says, “Home Minister Amit Shah, you are accusing the Bengal govt of not being able to differentiate between infiltrators and refugees and accusing Mamata Banerjee of compromising national security…For how long will you continue with this… pic.twitter.com/qKZgd9R6VZ
— ANI (@ANI) March 14, 2024