কলকাতা: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার বদলা নিতে ভারত চালায় অপারেশন ‘সিঁদুর’। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে চালানো হয় ভয়ঙ্কর সামরিক অভিযান। পাল্টা প্রত্যাঘাত করলেও, পাকিস্তানের বেশিরভাগ হামলা প্রতিহত করেছে ভারত। তবু জম্মু ও কাশ্মীরের কিছু অঞ্চলে পাক গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙেছে ঘরবাড়ি, প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। সেই সমস্ত স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে এবার তৎপর হল তৃণমূল কংগ্রেস।
কাশ্মীরে যাচ্ছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বুধবার জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরি জেলার উদ্দেশে রওনা দিচ্ছে তৃণমূলের একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এক্স (সাবেক টুইটার)-এ মঙ্গলবার দলের তরফে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। দলটি আগামী দু’দিন অর্থাৎ ২৩ মে পর্যন্ত উপত্যকায় থাকবেন। সফরে তাঁরা ঘুরে দেখবেন ক্ষতিগ্রস্ত এলাকা, কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রতিনিধি দলে থাকছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও আরও এক সদস্য।
সবার আগে দেশ tmc jammu kashmir visit
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা উদ্ধৃত করে তৃণমূল জানিয়েছে, “সবার আগে দেশ। রাজনৈতিক বিভেদ ভুলে, দেশের স্বার্থে একজোট হওয়া এখন সময়ের দাবি।” ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে সেই বার্তাই পৌঁছে দিতে চাইছেন তৃণমূল নেতারা।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে লস্কর-এর ছত্রছায়ায় থাকা সংগঠন টিআরএফ-এর চার জঙ্গি মিলে ২৬ নিরস্ত্র ভারতীয়কে হত্যা করে। জঙ্গিদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরেরই এক স্থানীয় যুবক। এর জবাবে ভারত ৭ মে ভোরে চালায় ‘অপারেশন সিঁদুর’। পাক ও পিওকে-র অন্তত ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পালটা হামলা চালায় পাকিস্তানও, যার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ছিল ভারতের জনবসতি ও সেনাঘাঁটি।
১০০ জন জঙ্গি নিহত
ভারতীয় সেনার সফল প্রতিরোধ ও প্রত্যাঘাতে পাকিস্তানের অন্তত ১১টি বায়ু ঘাঁটি বিধ্বস্ত হয়েছে। সূত্রের খবর, নিহত হয়েছে প্রায় ১০০ জন জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। অবশেষে ইসলামাবাদের অনুরোধে সংঘর্ষবিরতিতে রাজি হয় ভারত।
তৃণমূলের এই সফর কেবল রাজনৈতিক বার্তা নয়, দেশের প্রতি সহমর্মিতারও প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, জম্মু-কাশ্মীর সফরে গিয়ে দলের প্রতিনিধি দল কী বার্তা নিয়ে ফেরেন কলকাতায়।
Bharat: TMC sends five-member delegation to Jammu & Kashmir, visiting areas hit by Pakistani shelling and terror attacks after Operation Sindur. They will meet victims in Srinagar, Poonch, and Rajouri, emphasizing “Nation First” amid political differences.