যোগীরাজ্যে আদিবাসী বাঙালি শ্রমিককে ‘কচুকাটা’! ক্ষোভ উগড়ে দিল TMC

কলকাতা: যোগীরাজ্য উত্তরপ্রদেশে এক আদিবাসী বাঙালি পরিযায়ী (Bengali Migrant Worker) শ্রমিককে নৃশংসভাবে খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। রবিবার তৃণমূলের তরফে সমাজমাধ্যমে একটি পোস্টে বলা হয়, কানপুরের গোবিন্দ নগর থানার কয়েক মিটার দুরত্বে দিল্লি-কানপুর রেললাইনের উপর এক আদিবাসী বাঙালি পরিযায়ী শ্রমিককে (Bengali Migrant Worker) কুপিয়ে খুন করা হয়।

Advertisements

তৃণমূলের (TMC) অভিযোগ, “আমাদের জনগণ যখন বিজেপির ভাড়াটে খুনিদের দ্বারা নির্মমভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, তখন পুলিশকে নীরবে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ থেকে বাঙালিদের মুছে ফেলতে চায় বিজেপি। যারা দেশের স্বাধীনতার জন্য রক্ত ঝড়িয়েছেন, এখন তাঁরাই আতঙ্কে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন, নয়ত কুপিয়ে খুন হয়ে যাচ্ছেন! এই ঘটনা যদি বাঙালিদের আত্মসম্মানে আঘাত না করে, তাহলে আর কিসে জাগবে বাঙালি?”

https://x.com/AITCofficial/status/1982398768608846029

শুধু তাই নয়, বিজেপির ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে ‘জঙ্গলরাজ’ চালাচ্ছে বলেও উল্লেখ করা হয় ওই পোস্টে। ওই বাঙালি পরিযায়ী শ্রমিকের (Bengali Migrant Worker) খুন বাঙালিদের উপর ‘রাজ্য প্ররচিত’ ঘটনা বলে উল্লেখ করে তৃণমূল। এতদিন ডিটেনশান, পুশব্যাক ছিল, এবার সরাসরি প্রানেই মেরে ফেলা হচ্ছে, বলে উল্লেখ করা হয়।

Advertisements

উত্তরপ্রদেশের চামড়ার কারখানায় কাজে গিয়েছিলেন বীরভূমের বাসিন্দা

জানা গিয়েছে, কানপুরের রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছে পথিক হেমব্রম (৩২) নামক ওই বাঙালি আদিবাসী পরিযায়ী শ্রমিকের দেহ। তাঁর বাড়ি বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত কসবা এলাকার দামোদরপুর গ্রামে। কানপুরের একটি চামড়ার কারখানায় কাজ করতেন ওই বাঙালি পরিযায়ী শ্রমিক (Bengali Migrant Worker)।

তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। পথিক হেমব্রমের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে বীরভূমের গ্রামে। গ্রামবাসীরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন। ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বীরভূম জেলা প্রশাসন।