Tirupati: উড়ো মেলে আতঙ্ক! তিরুপতির ইস্কন মন্দিরে বিস্ফোরণের হুমকি আইএস জঙ্গি সংগঠনের

Islamic state link, Bomb threat to Tirupati's ISCON temple

রবিবার তিরুপতির (Tirupati) ইস্কন (ISCON) মন্দিরে বোমাতঙ্কের খবর ছড়াল। ইস্কন কর্তৃপক্ষের কাছে ‘উড়ো’ ইমেলের মাধ্যমে এই হুমকি পৌঁছায়, যেখানে স্পষ্ট বলা হয়েছে মন্দির চত্বরটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এই ইমেল বার্তায় ইঙ্গিত দেওয়া হয় যে, হামলার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের যোগসূত্র থাকতে পারে। এমন ভয়াবহ বার্তা পেয়ে মন্দির কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো মন্দির চত্বর জুড়ে তল্লাশি অভিযান চালানো হয়।

Advertisements

এই ঘটনায় মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভক্তদের প্রবেশ ও প্রার্থনার সময় পুলিশের তীক্ষ্ণ নজরদারি বাড়ানো হয়েছে। মন্দির এলাকায় সন্দেহজনক কোনও বস্তু মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলো কড়া পদক্ষেপ নিয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের একটি দলও পুরো মন্দির এলাকা খতিয়ে দেখে।

ইমেলে উল্লেখিত আইএস যোগের কথা মাথায় রেখে গোটা পরিস্থিতির ওপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও নজর রাখছে। প্রশাসন জানিয়েছে, বোমাতঙ্ক সত্ত্বেও তিরুপতির ইস্কন মন্দিরে ভক্তদের প্রার্থনা চলবে তবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারির ব্যবস্থা আরও জোরদার করা হবে।

Advertisements

তথ্যসূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এমন বোমাতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। বিমানবন্দর ও হোটেলেও একই ধরনের হুমকি মেলে। তবে তিরুপতি ইস্কনের ঘটনা নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে ধর্মীয় স্থানে ভক্তদের লক্ষ্য করে এমন হুমকি দেওয়া হলো।