জম্মু ও কাশ্মীরে ভয়ানক বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হল। জানা গিয়েছে, যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় এখনও অবধি ১৫ জন মৃত এবং ১৫ জন আহত হয়েছেন বলে খবর। যদিও এই মৃতের ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, চৌকি চৌরা ও ভামবলার মাঝামাঝি আখনুরের কাছে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধারকাজ চলছে। বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়েছে। জম্মু ও কাশ্মীরের পরিবহণ কমিশনার রাজিন্দর সিং তারা জানিয়েছেন, “বাসটি শিব খোরির দিকে যাচ্ছিল। এখানে রাস্তা খুবই সাধারণ এবং কোনও অসুবিধা হওয়ার কথা ছিল না, তবে সম্ভবত ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। বাসটি মোড় নেওয়ার পরিবর্তে সোজা চলে যায় এবং তারপরে নীচে খাদে গিয়ে পড়ে। এতে প্রায় ১৫ জন হতাহত এবং প্রায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের আখনুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের জম্মুতে রেফার করা হচ্ছে।”
বাসটি উত্তরপ্রদেশের হাথরস থেকে এসেছিল। এদিকে খবর পেয়ে স্থানীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে বাসের মধ্যে অনেকের দেহ আটকে পড়েছিল, পুলিশ অনেক চেষ্টার পর মৃতদের বের করে আনে।
J&K | Akhnoor bus accident | Till now 15 casualties have been reported and 15 people have been injured in the incident: Rajinder Singh Tara, Transport Commissioner, J&K https://t.co/c5cfObj1Hn
— ANI (@ANI) May 30, 2024