J&K: অপারেশন অল আউটে নিকেশ ১১৪ জন জঙ্গি

লাগাতার কাশ্মীর উপত্যকায় অপারেশন অলআউটে সাফল্য পেয়েছেন নিরাপত্তা রক্ষীরা। তারই মধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশ নিহত জঙ্গিদের সংখ্যা সম্পর্কে তথ্য দিয়েছে। পুলিশের মতে, এই বছর…

J&K: অপারেশন অল আউটে নিকেশ ১১৪ জন জঙ্গি

লাগাতার কাশ্মীর উপত্যকায় অপারেশন অলআউটে সাফল্য পেয়েছেন নিরাপত্তা রক্ষীরা। তারই মধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশ নিহত জঙ্গিদের সংখ্যা সম্পর্কে তথ্য দিয়েছে।

পুলিশের মতে, এই বছর কাশ্মীরে ৩২ জন বিদেশী জঙ্গি সহ ১১৪ জন নিহত হয়েছে। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে সাত জঙ্গি নিহত হওয়ার কথাও জানায় পুলিশ।

কাশ্মীরের পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ‘এই বছর কাশ্মীর উপত্যকায় ৩২ বিদেশী জঙ্গি সহ মোট ১১৪ জন  নিহত হয়েছে।’ গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে সাত জঙ্গি নিহত হয়েছে। এই সাত জঙ্গির মধ্যে কুপওয়ারায় চারজন, কুলগামে একজন এবং পুলওয়ামায় আরও দুইজন নিহত হয়েছে।

Advertisements

এর আগে আইজিপি ২৮ এপ্রিল উপত্যকায় নিহত সন্ত্রাসীর সংখ্যা সম্পর্কেও তথ্য দিয়েছিলেন। সেই সময়ে তিনি বলেছিলেন যে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত কাশ্মীর উপত্যকায় ৬২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি তার এক টুইট বার্তায় বলেছিলেন যে ৩৯ জন লস্কর-ই-তৈবার, ১৫ জন জইশ-ই-মহম্মদের, ৬ জন হিজবুল এবং দুজন আল-বদরের। এর মধ্যে ৪৭ জন স্থানীয় এবং ১৫ জন বিদেশী জঙ্গি।