Boy Chews Snake: আস্ত সাপ চিবিয়ে ফেলল তিন বছরের শিশু

একটি আস্ত ছোট সাপকে ছিবিয়ে খেয়ে ফেলল তিন বছরের এক শিশু। এর ফলে সাপটির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ফরুখাবাদ জেলার মহম্মদাবাদের মাদনাপুর গ্রামের।…

Boy Chews Snake: আস্ত সাপ চিবিয়ে ফেলল তিন বছরের শিশু

একটি আস্ত ছোট সাপকে ছিবিয়ে খেয়ে ফেলল তিন বছরের এক শিশু। এর ফলে সাপটির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ফরুখাবাদ জেলার মহম্মদাবাদের মাদনাপুর গ্রামের।

শিশুটির ঠাকুমা জানিয়েছেন যে শনিবার তিন বছরের শিশুটি বাড়ির উঠোনে খেলা করছিল। খেলতে খেলতে হঠাৎ চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে ছুটে যান ঠাকুমা। গিয়ে দেখেন যে একটি ছোট্ট সাপ শিশুটির মুখে ঢুকে গিয়েছে এবং সেই অবস্থায় সে চিৎকার করছে।

তাড়াতাড়ি সাপটিকে শিশুর মুখ থেকে বার করা হয়। বার করে দেখা যাই যে শিশুটির সাপটিকে কামড়ানোর জন্য সাপটির দেহ বিকৃত হয়ে যায়। দ্রুত তিনি শিশুর মুখ পরিষ্কার করে দেন। তার পর তার বাবা, মাকে খবর দেন।

Advertisements

এরপরই সেই মরা সাপটিকে সঙ্গে নিয়েই শিশুটির বাবা, মা তাকে রাম মনোহর লোহিয়া জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা শিশুটিকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন এবং তার শরীরে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়।

চিকিৎসকরা মনে করছেন যে সাপটিকে খেলার ছলে চিবিয়ে ফেলেছিল শিশুটি, সেটি আসলে সাপের বাচ্চা। ফলে সাপটির দেহে কোন বিষ ছিলনা। যে সাপটিকে শিশুটি চিবিয়ে ফেলে, সেটা বিষহীন। প্রাণে বেঁচে গিয়েছে এই শিশু।