Encounter: ভোটের মুখে বড় সাফল্য সেনার, এনকাউন্টারে খতম কমপক্ষে ৩ জঙ্গি

ভোটের মুখে নতুন করে সেনা-জঙ্গি সংঘর্ষে কেঁপে উঠল কাশ্মীর ঘাঁটি। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে (Encounter) নিকেশ হল ৩ জঙ্গি। ঘটনাটি ঘটেছে কুলগাম এলাকায়।

দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার রেডওয়ানি পাইন এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যৌথ গুলির লড়াই চলছে। এই এনকাউন্টারে এখনও পর্যন্ত তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। ওই এলাকায় আটকে পড়া দুই জঙ্গির মধ্যে লস্করের এক শীর্ষ কমান্ডারও রয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে দশটা নাগাদ নিরাপত্তা বাহিনী গ্রামটি ঘিরে ফেলে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় জঙ্গিদের দেখতে পান নিরাপত্তারক্ষীরা। এদিকে সেনার উপস্থিতি টের পেয়ে নিজেদের আস্তানা থেকে পালানোর চেষ্টা করে জঙ্গিরা। তারা প্রথমে অবরোধ ভাঙার জন্য সোনার দিকে রাইফেল গ্রেনেড নিক্ষেপ করে এবং তারপরে তারা তাদের অটোমেটিক অস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে।

   

এদিকে ৭ জন নিরাপত্তা বাহিনী নিজেদের রক্ষা করার সময় পাল্টা জবাব দেয় এবং সঙ্গে সঙ্গে এনকাউন্টার শুরু হয়। নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, সংঘর্ষ স্থলের আশেপাশের বাড়িতে বসবাসকারী বেশ কয়েকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে যাতে কোনও নাগরিক হতাহত না হয়। এনকাউন্টারের জায়গা ঘিরে ফেলা হয়েছে।

জঙ্গিদের পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন