চন্ডীগড়: এসি বিস্ফোরণে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্য সহ তাঁদের পোষা সারমেয়র। সোমবার দুর্ঘটনাটি ঘটে হরিয়ানার ফরিদাবাদের গ্রিনফিল্ড আবাসিক এলাকায়। জানা গিয়েছে, ভোররাত সাড়ে ৩ টে নাগাদ গ্রিনফিল্ডের একটি চারতলা আবাসনের দ্বিতীয় তলের সচীন কাপুরদের ফ্ল্যাটে এসির কমপ্রেসর ফেটে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।
ঘটনায় গৃহকর্তা সচীন কাপুর (৪৯), তাঁর স্ত্রী রিঙ্কু কাপুর (৪৮), তাঁদের কন্যা সন্তান সুজ্জইন (১৩) এবং পোষা কুকুরটি মারা যায়। বাড়ির এক সদস্যের পায়ে চোট লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, এসি বিস্ফোরণের ফলে সমগ্র আবাসন কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ বাঁচাতে পরিবারটি আবাসনের ছাদে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনজন সহ তাঁদের পোষ্য। পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এসির কমপ্রেসরে আগুন লেগে যায়। যার ফলে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। মৃতদের দেহগুলিকে বাদশাহ খান হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, আগস্ট মাসেই হরিয়ানার ভিওয়ানির হাঁসি গেটের কাছে ভয়াবহ অগ্নিকান্ডে একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। রাত আড়াইতে নাগাদ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে জানিয়েছিল দমকল বিভাগ।