মির্জাপুরে পুণ্যার্থী বোঝাই বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত বহু, আহত ১৯

দেশে আবারও বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। এবার শিরোনামে মির্জাপুর (Mirzapur)। না না ওয়েব সিরিজের মির্জাপুর নয়। এবার আসল মির্জাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। প্রাণ…

দেশে আবারও বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। এবার শিরোনামে মির্জাপুর (Mirzapur)। না না ওয়েব সিরিজের মির্জাপুর নয়। এবার আসল মির্জাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। প্রাণ খোয়াতে হল বহু নিরীহ মানুষকে। জানা গিয়েছে, আজ রবিবার সকাল ৬টায় মির্জাপুর-প্রয়াগরাজ সড়কের খামহারিয়া দামুয়ান কাটরা নরবদেশ্বর শিব মন্দিরের কাছে যাত্রীবাহী বাস ও পুণ্যার্থী বোঝাই একটি অটোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

রবিবার সাতসকালে ঘটে যাওয়া এহেন ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। জানা গিয়েছে, আহত চারজনকে বিএইচইউ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। একই সঙ্গে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। একটি ছোট লোডার অটোতে ২২ জন মতো ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর গাড়িতে আটকে পড়া মানুষদের উদ্ধারে জেসিবি ব্যবহার করা হয়।

   

দুর্ঘটনার পর চালক পলাতক বলে খবর। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতেও অনেক পুণ্যার্থী ছিলেন বলে খবর। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে এএসপি নীতেশ কুমার ঘটনাস্থলে তিনটি থানার বাহিনী নিয়ে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন। আহতদের মধ্যে ১০ জনকে সারোই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাদের মির্জাপুর ট্রমা সেন্টারে রেফার করা হয়। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত অটোটিতে থাকা পুণ্যার্থীরা বিন্ধ্যাচলে বেড়াতে আসছিল। কিন্তু কে ভাবতে পেরেছিল এরকম মর্মান্তিক পরিণতি হবে তাঁদের।

সূত্রের খবর, ভক্তদের বোঝাই বাসটি বিন্ধ্যাচল যাচ্ছিল। বিন্ধ্যাচল থানা এলাকার মহোখার গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। অটোটির সঙ্গে বাসটির সংঘর্ষ এতটাই প্রচণ্ড ছিল যে গাড়িটি উড়ে যায়। এদিকে চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে লোকজনকে বের করে আনে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহতদের পরিবারকে খবর দিয়েছে পুলিশ।